নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে বঙ্গে ফের শীতের দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে শীতের শেষ ইনিংস চলবে এমনটা জানানো হয়েছিল আগেই। এবার সেই মতোই ফের এক ধাক্কায় নামল তাপমাত্রা। এক ধাক্কায় প্রায় পাঁচ ডিগ্রি নামলো পারদ। সপ্তাহের শেষে ফিরছে শীত।
শুক্রবার সন্ধ্যা পেরলেই বিগত কয়েকদিন অপেক্ষা বেশি ঠান্ডা অনুভূত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আগামী কাল শনিবার থেকেই পরিবর্তন হবে আবহাওয়ার জানিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের শেষে রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা দিয়ে বিদায় নিতে পারে শীত আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার সকালে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল থেকেই পরিষ্কার ছিল আকাশ। কুয়াশার প্রভাব খুব একটা দেখা যায়নি জেলাতেও। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আপাতত শীত বাড়লেও কোথাও কোনও সতর্কতার পূর্বাভাস দেয়নি, আলিপুর আবহাওয়া দফতর। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টির সম্ভবনা নেই।