নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফোনের নেশায় পাশের বাড়ি রোজই পৌঁছে যেত নাবালিকা, আর সেখানেই সর্বনাশ! ফোন দেখতে দেওয়ার নাম করে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ (Rape Case)। ঘটনায় অভিযুক্ত পাশের বাড়ির ৫০ বছরের দাদু। মারাত্মক এই অভিযোগ (Rape Case) উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায়।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/uVvk1b9UKnk
বুধবার নতুন করে ফের নাবালিকা এই ঘটনার স্বীকার হলে ঠাকুমাকে জানায় গোটা ঘটনা। এরপরেই নাবালিকার অভিযোগের ভিত্তিতে নাবালিকার পরিবার উপস্থিত হন, সবকিছুই খুলে বলেন নিকটবর্তী থানায়। এরপরেই অভিযুক্ত প্রতিবেশী দাদুকে গ্রেফতার করে পুলিশ। নাবালিকার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায়। নবম শ্রেণির ছাত্রী ওই নবালিকার ব্যক্তিগত ফোন না থাকায় সে প্রতিবেশী দাদুর বাড়ি যেত বলে জানিয়েছে পরিবার।

অভিযোগ,ফোন দেখতে দেওয়ার নাম করে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেন দাদু। সেই সময় নাবালিকার কিছু গোপন ছবি তুলে নেন তিনি, এমনই মারাত্মক অভিযোগ করে নাবালিকা। এরপরেই ফটো ছড়িয়ে দেওয়ার নাম করে একাধিকবার ধর্ষণ।
আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক
বুধবার প্রতিবেশী দাদু ফের একই কাণ্ড ঘটালে আর সহ্য করতে না পেরে জানিয়ে দেয় সবটা ওই ছাত্রী। তারপরেই প্রতিবেশি দাদুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পুলিশ সূত্রে খবর, নাবালিকা তাঁর ঠাকুমা-দাদুর সঙ্গেই থাকত। ঘটনা জানতে পারা মাত্রই প্রতিবেশীদের ডাকেন তাঁরা। এরই জেরার মুখে ভেঙে পড়ে অপরাধ স্বীকার করে অভিযুক্ত।
বুধবার প্রতিবেশী দাদু ফের একই কাণ্ড ঘটালে আর সহ্য করতে না পেরে জানিয়ে দেয় সবটা ওই ছাত্রী। তারপরেই প্রতিবেশি দাদুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পুলিশ সূত্রে খবর, নাবালিকা তাঁর ঠাকুমা-দাদুর সঙ্গেই থাকত। ঘটনা জানতে পারা মাত্রই প্রতিবেশীদের ডাকেন তাঁরা। এরই জেরার মুখে ভেঙে পড়ে অপরাধ স্বীকার করে অভিযুক্ত। কেন এমন ঘটনা। এর পেছনে কি মানসিক ব্যধি, নাকি অন্য কোনও কারন তদন্ত করছে পুলিশ।
পাঁচ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। ঘটনা নবদ্বীপ থানা এলাকার। মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দাদুকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে মত্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন ওই ব্যক্তি। কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘অভিযোগ পেয়েছি। পকসো আইনের ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’