নিজস্ব প্রতিনিধি: বায়ুমণ্ডলের ওপরের স্তরে ঠান্ডা হাওয়ার স্রোত বইতে থাকায় সেখানে শীতের উপস্থিতি টিকে রয়েছে। তবে, আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, এই অঞ্চলে শীঘ্রই তাপমাত্রা বাড়বে, যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। ফলে, রাজ্যে পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। গত কয়েকদিন শীতের আমেজ কিছুটা ফিরে এলেও কনকনে ঠান্ডা পড়েনি। তবে সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি রয়েছে। রবিবারের মতো সোমবারও রাজ্যের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকলেও, মঙ্গলবার থেকে তা ফের বাড়তে শুরু করবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যদিও ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তে তাপমাত্রা আবার কিছুটা নামতে পারে।
উত্তরবঙ্গের শীত এখনও কয়েকদিন বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় আবার বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। বিশেষত, সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ ও সর্বনিম্ন ৩৪ শতাংশ ছিল। সোমবার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকলেও ঘন কুয়াশার সতর্কতা নেই।এই মুহূর্তে রাজ্যের আবহাওয়া বিদায়ী শীতের ইঙ্গিত দিচ্ছে। আবহবিদদের মতে, এবার শীত স্থায়ী হবে না, ধীরে ধীরে বসন্তের আমেজ রাজ্যে প্রবেশ করবে। তবে উত্তরবঙ্গে শীত কিছুদিন বজায় থাকবে। শীতের এই শেষ পর্যায়ে সামান্য পারদ পতন হলেও তা ‘মাঘের শীত বাঘের গায়ে’র মতো প্রবল হবে না, বরং বিদায়ী শীতের মৃদু অনুভূতি নিয়ে আসবে।