Panchayat Elections: পদ্ম নয়! বাংলায় জোড়া ফুলেই দাপট

দেশ রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি,হুগলীঃ সম্প্রতি দিল্লির নির্বাচনে গেরুয়া ঝর উঠলেও বাংলার (Panchayat Elections) আবহাওয়ায় হয়নি বিন্দুমাত্র পরিবর্তন। দিল্লির নির্বাচনে আপ সরকারকে পিছনে ফেলে রেকর্ড ভোটে জয়লাভ করেছে বিজেপি। কিন্তু দিল্লির জমি পদ্মফুলে ছাইলেও বাংলায় (Panchayat Elections) সেই জোড়া ফুলেই ভরসা।

দিল্লিতে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করলেও বাংলায় একটিও আসন পেলনা বিরোধী দল বিজেপি। রবিবার পান্ডুয়ার সিমলাগর ভিটামিন পঞ্চায়েতের পোটবা সমবায় সমিতি লিমিটেডে বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচন ছিল। সেখানেই তৃণমূলের কাছে মুখ থুবড়ে পড়ল বিজেপি। ১২ টি আসনে বাম, বিজেপি ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা তাদের মনোনীত প্রার্থী দেন। মোট ভোটার ৮৩৩ জন এবং ৩৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয় এদিন।

এদিন পোটবা প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২ টা থেকে শুরু হয় ভোট দানের পালা। যা শেষ হয় বিকেল ৩ টের পর। ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল করা পুলিশি নিরাপত্তা। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে সম্পূর্ণ হয় ভোটগ্রহণ তেমনটাই জানিয়েছেন সকলে। সন্ধ্যে নামতেই শুরু হয় ভোটের গণনা। শুরু থেকেই ঝর তোলে বিজেপি। গননা শুরু হতে না হতেই বাম ও বিজেপি প্রার্থীদের পিছনে ফেলে বিপুল ভোটে জয়ের লক্ষ্যে দৌড় দিতে থাকে তৃণমূল প্রার্থীরা। ১২ টি আসনে ১২ টি তেই জয়লাভ করে শাসকদল তৃণমূল। বিপুল ভোটে এমনভাবেই এগোতে থাকে তারা যে খাতাই খুলতে পারেনি বাম ও বিজেপি। প্রথম এই সমবায় নির্বাচনেই বিপুল ভোটে এভাবেই জয়লাভ করে তৃণমূল।

প্রসঙ্গত, পূর্বেও প্রতিনিধি নির্বাচন হতো সমঝোতার মাধ্যমে । মাঝে দু’বছর অ্যাডহপ দিয়ে চলার পর এই প্রথম ছিল নির্বাচন। আর প্রথমবারেই নির্বাচনে বিপুলভাবে জয়লাভের পরেই আবির খেলায় মেতে ওঠে তৃণমূল কর্মী ও সমর্থকরা। জয়ের উচ্ছাসে মেতে ওঠেন সকলে। তৃণমূল কংগ্রেসের নামে স্লোগান দিতে থাকেন তাঁরা। অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উঠতে থাকে জয়ধ্বনি ও স্লোগান।

এ বিষয়ে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল ইসলাম বলেন,’বারটি আসনের মধ্যে বারোটিতেই আমরা জয়লাভ করেছি। সিপিএম, বিজেপি তারা একটি আসন্ন পায়নি। বাংলার বাইরে কি হচ্ছে সেটা আমাদের বিষয় নয় বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের জন্য যে পরিষেবা প্রকল্প পৌঁছে দিয়েছে তাতে আমাদের কোন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ধারে কাছে আসতে পারবে না যে কোন নির্বাচনে আমরা জয়লাভ করব। যারা ভোটার ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।’ কিন্তু এই ভোট নিয়েও কারসাজীর অভিযোগ তুলেছে বিজেপি। এ বিষয়ে মন্তব্য করতে দেখা যায় হুগলি সংগঠনিক জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদারকে। তিনি বলেন,’বিজেপি ভোটের জন্য যে স্লিপ দিয়েছিল ভোটারদের তাদের অনেক স্লিপ তৃণমূল ছিড়ে দিয়েছে। নিরপেক্ষভাবে ভোট হলে তৃণমূল ধুলিস্যাৎ হয়ে যাবে’।