নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম ট্যুরের রাউন্ড-রবিন পর্বে ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) কাছে হারের পর এবার ৫-৮ ক্লাসিফিকেশন ম্যাচে আমেরিকার দাবাড়ু হিকারু নাকামুরার (Hikaru Nakamura) কাছেও হেরে গেলেন ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ (D Gukesh)। শুধু হার নয়, এই ম্যাচ শেষে তাঁর সবচেয়ে বড় দুর্বলতাও সামনে চলে এল।
আরও পড়ুন: Derby: ৪ গোলের পাশাপাশি ৪ লাল কার্ড, ড্র ডার্বি ছড়াল উত্তাপ
এখনও পর্যন্ত ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম ট্যুরের উইসেনহাউস লেগে একটি ম্যাচও জিততে পারেননি ১৮ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ (D Gukesh)। বুধবার নাকামুরার বিরুদ্ধে তাঁর ম্যাচের দুটি গেমই ড্র হয়। এরপর র্যাপিড টাইব্রেকে প্রথম গেমও ড্র হয়। তারপরের গেমে বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন বিশ্বের ৩ নম্বর দাবাড়ু।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এই ম্যাচ জয়ের পর গুকেশের (D Gukesh) দুর্বলতার জায়গাটি তুলে ধরেছেন আমেরিকার দাবাড়ু নাকামুরা। একটি ব্রডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “গুকেশের সবচেয়ে বড় দুর্বলতা হল, ওর অনুমান ক্ষমতা। ওর অন্তর্দৃষ্টি মোটেই খুব ভাল বলতে পারছি না আমি। ও ঠিকঠাক ক্যালকুলেশন করে কাজ করতে পারেনি।”