নিউজ পোল ব্যুরো: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী(Anindita Roychowdhury) এখন ব্যস্ত ‘তেঁতুলপাতা’ ধারাবাহিক(Tetulpata Megaserial) নিয়ে। তবে কিছুদিনের মধ্যেই তিনি পর্দা থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। কারণ, খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি। আট মাস ধরে টানা শুটিং করার পর এবার তিনি মাতৃত্বকালীন(Maternal Leave) ছুটিতে যাচ্ছেন। শুটিং সেটেই তেঁতুলপাতা পরিবারের সদস্যরা তাঁর জন্য একটি বিশেষ সাধের আয়োজন করেন। নানা রকমের খাবার দিয়ে সাজানো এই অনুষ্ঠানের ছবি নিজেই(Anindita Roychowdhury) শেয়ার করেছেন অনিন্দিতা। এত ভালোবাসা পেয়ে আবেগে ভেসেছেন তিনি। অনুরাগীদের প্রতিশ্রুতি দিয়েছেন, খুব দ্রুত আবার পর্দায় ফিরবেন। আগামী মার্চ মাসেই সন্তানের জন্ম দেবেন অনিন্দিতা(Anindita Roychowdhury)। এই সময়টা তিনি দারুণভাবে উপভোগ করছেন। অন্তঃসত্ত্বা অবস্থার প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে ব্যস্ত তিনি। ছোট্ট প্রাণের অস্তিত্ব শরীরে অনুভব করার এই যাত্রা তাঁর কাছে বিশেষ কিছু।
স্বামী সুদীপ কীভাবে তাঁর খেয়াল রাখছেন? এই প্রশ্নের উত্তরে অনিন্দিতা জানান, “সুদীপ তাঁর সাধ্যমতো আমাকে দেখভাল করছে। পরিবারের সবাই প্রচণ্ড যত্ন নিচ্ছে। এই সময়ের(Motherhood) ভালোবাসা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। পরিবারের সমর্থন ছাড়া এই সময় কাজ চালিয়ে যাওয়া সম্ভব হত না।” সন্তান ছেলে হবে না মেয়ে, এ নিয়ে দম্পতির ভাবনা কী? হবু মা(Mom to be) জানান, “আমরা(Anindita Roychowdhury) শুধু সুস্থ সন্তান চাই, ছেলে বা মেয়ে যাই হোক। তবে বাবাদের মনে একটি গোপন ইচ্ছে থাকে মেয়ে হওয়ার। সুদীপেরও একই রকম ইচ্ছে আছে। এখন দেখা যাক আমাদের(Anindita Roychowdhury) কোল আলো করে কে আসে।” আশা করা হচ্ছে, শীঘ্রই নতুন অতিথিকে স্বাগত জানিয়ে আরও খুশির খবর নিয়ে ফিরবেন অনিন্দিতা।
সোশ্যাল মিডিয়ায়(Social Media) আবেগাপ্লুত হয়ে অনিন্দিতা(Anindita Roychowdhury) তাঁর বর্তমান ‘তেঁতুলপাতা’ ধারাবাহিক নায়ে লিখেছেন, ‘লিখতে পারব কিনা জানি না, কান্নায় গলা আটকে আসে, কলম থেমে যায়। তবুও চেষ্টা করছি…। এই মানুষগুলো আমাকে অন্তরের গভীর থেকে ভালোবাসা দিয়েছে, যত্ন করেছে, আগলে রেখেছে, সম্মান জানিয়েছে। ওরা বুঝিয়ে দিয়েছে যে বাড়ির বাইরেও একটি পরিবার(Eternal Love) থাকে। সেই পরিবারের সদস্যরা বাবা, মা, দাদা, দিদি, ভাইবোনের মতোই, শুধু “বন্ধু” নামেই এক অদ্ভুত ভালোবাসার জাল বুনে যায়…।’