Pakistan: সন্ত্রাসবাদী নেতার মৃত্যু, পাকিস্তানে ছড়িয়ে পড়ছে আতঙ্ক!

দেশ

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানে (Pakistan) ভারতের শত্রুদের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এখনো খাইবার পাখতুনখোয়ার সোয়াবি (Khyber Pakhtunkhwa) জেলায় অজ্ঞাত মোটরসাইকেল চালকের তাণ্ডব থামেনি। এই মোটরসাইকেল আরোহী এক অজ্ঞাত বন্দুকধারী একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার সর্বশেষ নিশানা হল সন্ত্রাসী মাওলানা কাশিফ আলি, যিনি লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা হিসেবে পরিচিত। বাইক (bike) চালক অজ্ঞাত পরিচয় বন্দুকধারী কাশিফ আলিকে গুলি করে হত্যা করে।

কাশিফ আলি ছিল একটি কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের সদস্য, যিনি পাকিস্তানি (Pakistan) যুবকদের মগজধোলাই করে সন্ত্রাসবাদে যুক্ত করতেন। তিনি মসজিদ (Mosque) ও মাদ্রাসার (Madrasa) দায়িত্বে ছিলেন এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য যুবকদের প্রশিক্ষণ দিতেন। কাশিফ আলি লস্কর-ই-তৈবার রাজনৈতিক শাখা PMML-র সঙ্গে জড়িত ছিল এবং পাকিস্তানে (Pakistan) সন্ত্রাসী কার্যক্রমে গুরুত্বপূর্ণ (Important) ভূমিকা রাখতেন।

কাশিফ আলির হত্যার পর পাকিস্তানে (Pakistan) সন্ত্রাসী সংগঠনগুলি সরকারের কঠোর সমালোচনা করছে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার (Arrest) করার দাবি জানাচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী, কাশিফ আলির একমাত্র অপরাধ ছিল পাকিস্তানকে (Pakistan) ভালোবাসা। এক মাসের মধ্যে চারটি সন্ত্রাসী হত্যার ঘটনা ঘটেছে, যার মধ্যে তিনটি লস্কর-ই-তৈবার সদস্যের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মৃত্যুই রহস্যজনক এবং একে একে সন্ত্রাসী সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এবার পাকিস্তান (Pakistan) সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা মন্তব্য আসতে শুরু করেছে, যা সরকারের বিরুদ্ধে নতুন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।