Uttam Kumar and Suchitra Sen: রুপালী পর্দায় উত্তম-সুচিত্রা জুটি আজও অমলিন

বিনোদন

নিউজ পোল ব্যুরো: বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার ও সুচিত্রা সেন(Uttam Kumar and Suchitra Sen) এমন এক জুটি, যাঁদের রসায়ন(Chemistry) আজও সমান প্রাসঙ্গিক ও চিরসবুজ। তাঁদের(Uttam Kumar and Suchitra Sen) অভিনীত প্রতিটি ছবি শুধুমাত্র দর্শকদের মন জয় করেই থেমে থাকেনি বরং বাঙালির সাংস্কৃতিক মননে চিরস্থায়ী হয়ে রয়েছে। পর্দায় তাঁদের প্রেমের সমীকরণ(On screen romance) এতটাই বাস্তবসম্মত ও মুগ্ধকর ছিল যে বহু মানুষ তাঁদের বাস্তব জীবনেও প্রেমিক-প্রেমিকা বলে ধরে নিয়েছিলেন। তাঁদের নিয়ে তৈরি হওয়া গল্প ও গুঞ্জনগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরও রোমাঞ্চকর হয়ে উঠেছিল(Uttam Kumar and Suchitra Sen)।

‘হারানো সুর’(Harano Sur)-এর অলোক মুখোপাধ্যায় ও রমা মুখোপাধ্যায়ের প্রেম হোক, কিংবা ‘সপ্তপদী’র(Saptapadi) কৃষেন্দু ও রিনা ব্রাউনের অনন্য রসায়ন— উত্তম-সুচিত্রার প্রেমের জাদু(love chemistry) বাংলা সিনেমার এক অনবদ্য অধ্যায়। তাঁরা(Uttam Kumar and Suchitra Sen) হয়ে উঠেছিলেন প্রেমের অনুপ্রেরণা। বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়েছিল। সেই সময় এমনটাও শোনা যেত যে সুচিত্রা নাকি সত্যিই উত্তমের প্রতি ভালোবাসা অনুভব করেছিলেন। তবে তাঁদের সেই সম্পর্ক নিয়ে কোনো কথাই আর প্রকাশ্যে আসেনি। সুচিত্রা চিরকাল সেই গোপন প্রেমকে(Secret love) অন্তরালেই রেখে দিয়েছিলেন। ১৯৭১ সালে মুক্তি পেয়েছিল উত্তম-সুচিত্রার(Uttam Kumar and Suchitra Sen) আরেক বিখ্যাত ছবি ‘আলো আমার আলো’। এই ছবিতে সুচিত্রার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন উত্তম। তিনি ফোন করে সুচিত্রাকে সেই মুগ্ধতার কথা জানিয়েছিলেন এবং একান্তে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তবে সেই সময় সুচিত্রা বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ব্যস্ত নায়িকা। একের পর এক ছবির শুটিংয়ে তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে সময় বের করতে পারেননি। ফলে উত্তমের সেই আকাঙ্ক্ষিত সাক্ষাৎ আর হয়নি।

সময় এগিয়ে গিয়েছিল। ১৯৮০ সালের ২৪ জুলাই বাংলা চলচ্চিত্র জগৎ পেল এক বড় আঘাত। মহানায়ক উত্তম কুমার আর নেই— এই সংবাদ ছড়িয়ে পড়তেই ভেঙে পড়েছিলেন সুচিত্রা। কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। প্রথমে ভেবেছিলেন উত্তমকে শেষবারের মতো দেখতে যাবেন না। তবে ঘনিষ্ঠ সূত্রের মতে, পরে সূর্য চশমা পরে, ভিড় এড়িয়ে গোপনে উত্তমকে শেষ বিদায় জানিয়ে আসেন সুচিত্রা। সেটাই ছিল রিনা ব্রাউন ও কৃষেন্দুর শেষ দেখা। উত্তমের মৃত্যুর পরই সুচিত্রা যেন(Uttam Kumar and Suchitra Sen) আরও গুটিয়ে গেলেন। চলচ্চিত্র জগৎ থেকেও আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলেন। এই চিরসবুজ জুটির(evergreen pair) প্রেম ও বন্ধুত্বের শেষ অধ্যায়টিও হয়ে উঠল বেদনা ও স্মৃতির আবেশে ভরা। উত্তম-সুচিত্রা বাংলা চলচ্চিত্রের এমন এক যুগল, যাঁদের প্রেম ও বন্ধুত্বের গল্প(Uttam Kumar and Suchitra Sen) আজও বাঙালির হৃদয়ে অমলিন।