নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ইতিহাস কি সত্যিই ফিরে ফিরে আসে? এভাবেই ফিরে ফিরে আসে? সবকিছু হুবহু মিলে যাচ্ছে। সেবারেও একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল অস্ট্রেলিয়া এবং টি-টোয়েন্টিতে ভারত। এবারেও তাই। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) ফিরে আসার সঙ্গে ফিরে এল সেই সময়ও। ২০০৮ থেকে ২০২৫। ১৭ বছরের ধাক্কা কাটিয়ে ফিরে এল সে নবরূপে। এখন শেষরক্ষা হলেই হয়।
আরও পড়ুনঃ Greenstone Lobo: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারত? কী বলছেন বিখ্যাত জ্যোতিষী?
বুধবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। করাচিতে উদ্বোধনী ম্যাচে এদিন মুখোমুখি হওয়ার পথে স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এদিকে বোধন না হতেই বিসর্জনের চিন্তা জাগিয়ে তুলছে ১৭ বছর আগের স্মৃতি। ২০০৮ সালে সব ঠিকঠাক, প্রতিযোগিতা শুরু হতে বাকি আর মাত্র ১৯ দিন, এই অবস্থা থেকে স্থগিত হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। নিরাপত্তার কারণ দেখিয়ে টুর্নামেন্ট স্থগিত রাখা হয়।
এবারেও ভারত গেল না পাকিস্তানে। বিসিসিআইয়ের জোড়াজুড়িতে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হয়েছে আইসিসিকে। বাকি সব দেশ পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে গেলেও রোহিত শর্মার ভারত নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। এমনকি ভারত যদি ফাইনালে ওঠে তাহলে সেই ফাইনালের দায়িত্বও আয়োজক পাকিস্তান পাবে না। সেই ম্যাচ হবে দুবাইয়ে। ঠিক যেমন ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি স্থগিত হওয়ার পর পরের বছর পাকিস্তানের হাত থেকে আয়োজনের দায়িত্ব চলে যায় দক্ষিণ আফ্রিকার হাতে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
সব মিলিয়ে ২০০৮ যেন সত্যি সত্যিই শেষ হইয়াও হইল না শেষ। যেন টাইম মেশিনে চেপে ফিরে এল ২০২৫ হয়ে। বিষয়টা আরও মিলে যাচ্ছে এই কারণেই, তখনও যথাক্রমে একদিনের ক্রিকেটে এবং টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন যারা, এবারেও তারাই বিশ্বচ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়া এবং ভারত। ছোট্ট একটি মিল। নেহাতই কাকতালীয়। অথচ…
হ্যামলেটের সেই বিখ্যাত লাইনটা মনে পড়ে? “There are more things in Heaven and Earth, Horatio…” মাঠে বল পড়তে বাকি মাত্র আর কিছুক্ষণ। ২০০৮ -এ শেষরক্ষা করতে পারেনি পাকিস্তান। পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দক্ষিণ আফ্রিকায় দল পাঠাতে হয়েছিল। তবে এবারে শেষরক্ষা না হলেই নয়। গোটা ক্রিকেট দুনিয়া অপেক্ষা করে রয়েছে একটা জবরদস্ত টুর্নামেন্ট দেখার জন্য।