নিউজ পোল ব্যুরো: ফেব্রুয়ারির মাসের মধ্যভাগেই অনুভূত হচ্ছে অসহ্য গরম। আর এই গরমের হাত থেকে হালকা স্বস্তি পেতে কমবেশি সবার ঘরেই চলছে ফ্যান(Old Fan)। কিন্তু আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন? আপনার ঘরে থাকা ফ্যানটি (Old Fan)আর আগের মতো তেজি নয়। আগের মতো আর দ্রুত বাতাস ফ্যানটি দিতে পারছেনা(Increase Old Fan Speed)। আর এর কারণে গরমের তাপ আরও বেশি অনুভূত হয়। ফ্যানের এমন হাল দেখে আপনার মনেও কি এমন প্রশ্ন উঠছে – তবে কি নতুন ফ্যানের প্রয়োজন? না, নতুন ফ্যান আপনাকে একেবারেই কিনতে হবেনা। বরং ৭০-৮০ টাকার বিনিময় আপনি আপনার পুরোনো ফ্যান(Slow Fan Speed Solution) থেকেই পাবেন দ্রুত বাতাস, ঠিক আগের মতো।
আপনার ফ্যানের দ্রুত বাতাস না দেওয়ার পিছনে অনেক কারণই(Increase Old Fan Speed) এ থাকতে পারে। যেমন – পাখায় ধুলো বা ময়লা জমে থাকা, ফ্যানের ব্লেডে বা মোটরে অতিরিক্ত ধুল জমে থাকলে দ্রুত বাতাস বেরোতে বাধা পায়। তবে বলে রাখা ভালো, ফ্যানের ক্যাপাসিটরের যদি ক্ষতি হয় তবে ফ্যানের সঠিক গতিতে তার প্রভাব পড়তে পারে(Repair Fan Speed)। অতয়েব, ফ্যানের ক্যাপাসিটরের দিকে লক্ষ্য রাখা জরুরি। পাশাপাশি ফ্যানের বল্টু যদি আলগা হয়ে যায় কোনোকারণে(Repair Fan Speed), এর প্রভাবও পড়তে পারে ফ্যান চলার গতির উপর, কমে আস্তে পারে গতি(Increase Old Fan Speed)। কিন্তু আপনি কিছু পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই আপনার ঘরে থাকা ফ্যানের গতি বাড়াতে পারবেন(Increase Old Fan Speed)।
১) ফ্যানের ব্লেড সবসময় পরিষ্কার রাখুন। তাই সবার প্রথমে ফ্যানটি বন্ধ করুন। এরপর ফ্যানের ব্লেডটি পরিষ্কার করুন একটি শুকনো কাপড় দিয়ে। তারপরে একটি ভেজা কাপড়ের সাহায্যে ফ্যানের ব্লেডগুলো ভালোভাবে মুছে দিন। ব্যাস এর পরেই আপনার ফ্যানের দ্রুত গতিতে ঘোরা আটকায় কে!
২) ক্যাপাসিটর খারাপ হয়ে গেলে তা দ্রুত বদলে নিন। যদি আপনার ফ্যান ধীর গতিতে চলে তবে এর পিছনে একটা কারণ হতে পারে খারাপ ক্যাপাসিটর। আপনার ফ্যানের ক্যাপাসিটর যদি খারাপ হয়ে যায় তবে তা দ্রুত বদলে নিন। একটা ক্যাপাসিটরের দাম ৭০-৮০ টাকার মধ্যে। আর ক্যাপাসিটর আপনি নিজের বাড়িতে আমার ফ্যানে প্রতিস্থাপন করতে পারেন বা খুব অসুবিধা হলে কোনো ইলেকট্রিশিয়ানের সাহায্যেও এই কাজ করতে পারেন(Fix Fan Capacitor)।
৩) ফ্যানের ফিটিং এবং তারগুলো ঠিকভাবে আছে কিনা তা একবার অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন(Repair Fan Speed) । কোনো কারণে ফ্যানের বল্টুগুলো যদি আলগা হয়ে যায় তাহলে তা শক্ত করে লাগিয়ে দিন। গতির কমে যাওয়ার পিছনে ভোল্টেজ ওঠানামাও একটি কারণ হতে পারে। তাই প্রধান সুইচের যে তারগুলো রয়েছে তা একবার ভালো করে পরীক্ষা করে নিন।
তাই যদি আপনি দেখেন যে আপনার ফ্যান ধীর গতিতে চলছে তাহলে একদম চিন্তা করবেন না। নতুন ফ্যান কেনার কথাও ভাবতে যাবেন না। ফ্যানের ক্যাপাসিটরে(Fix Fan Capacitor) সমস্যা হলে তা পাল্টে ফেলুন এবং তার পাশাপাশি ফ্যানটিকে পরিষ্কার রাখুন। মাথায় রাখবেন, আপনি যদি আপনার ফ্যানের যত্ন নেন তাহলে সেও তার সমস্ত দায়িত্ব পালন করবে। তাই আজ থেকেই শুরু করে দিন ‘ফ্যান কেয়ার’।