Potato Price: পাচ্ছেন না আলুর ন্যায্য দাম, চাষিদের নিয়ে বিডিও অফিসে ডেপুটেশন জমা কংগ্রেসের

জেলা

নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে জমি থেকে আলু(Potato) ভেঙ্গে বাজারে বিক্রি করার সময় এসেছে। বাংলার একাধিক জেলায় এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদিও অনেক দিন আগেই বাজারে এসে গিয়েছে নতুন আলু। তবে আলুর দাম নিয়েই যত মাথাব্যাথা। সোমবার আলুর দাম বাড়ানোর দাবি তুলে আরামবাগ(Arambagh) তারকেশ্বর(Tarkeshwar) রোডে পুড়শুড়া এলাকায় কয়েক ঘন্টা ধরে পথ অবরোধ করা হয়।

শুধু পথ অবরোধ নয় পুড়শুড়া বিডিও অফিসে ডেপুটেশন(Deputation) জমা দেওয়া হল প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগেশ রাজ্য সভাপতি আজাহার মল্লিক সত্যেম সিং এ ছাড়া আরোও অনেকে। জানা গিয়েছে, গোটা আরামবাগ মহকুমা জুড়ে জমি থেকে আলু তোলা শুরু হয়েছে। সেই আলু চাষিরা বিক্রি করতে গেলে বর্তমানে হুগলী জেলার বিস্তীর্ণ এলাকায় আলুর দাম বস্তা প্রতি মাত্র ৩০০-৩৫০ টাকা। এই দামের কারণে চাষীদের আলু চাষের খরচা উঠছে না বলেই অভিযোগ।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/24/kankalitala-deputy-head-bombing-attack-security-measures/

ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ জানিয়েই। চাষীদের পাশে দাঁড়ায় পুরশুড়া প্রদেশ কংগ্রেস ও যুব কংগ্রেস। তাদের উদ্যোগে পুরশুড়া বিডিওকে আলুর ন্যায্য মূল্যের দাবিতে অন্তত পক্ষে ৮০০ টাকা প্রতিবস্তার দামের পক্ষে প্রথমে ডেপুটেশন পরে। আরামবাগ-চাঁপাডাঙ্গা রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় আলু ফেলে চলে বিক্ষোভ। কয়েক ঘন্টা যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ অবরোধ তুলে দেয়।