Donald Trump: মার্কিন নৌবাহিনী চীনের সীমানায়

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ (US Navy) চলতি সপ্তাহে প্রথমবারের মতো তাইওয়ান প্রণালী (Taiwan Strait) অতিক্রম করেছে,যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ক্ষমতা গ্রহণের পর এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির একটি নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) গত মাসে ক্ষমতা গ্রহণের পর এটি প্রথমবারের মতো এমন কোনো মার্কিন সামরিক জাহাজের উপস্থিতি,যা চীনকে উত্তেজিত করেছে। চীন সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে,যেখানে তাদের দাবি,মার্কিন জাহাজের (US Navy) এই পদক্ষেপ নিরাপত্তার জন্য বড় ধরণের ঝুঁকি তৈরী করে।

মার্কিন নৌবাহিনীর (US Navy) পক্ষ থেকে জানানো হয়েছে,আর্লে বার্ক ক্লাস গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার ইউএসএস রালফ জনসন এবং পাথফাইন্ডার ক্লাস জরিপ জাহাজ ইউএসএনএস বাউডিচ নামের দুটি জাহাজ তাইওয়ান প্রণালী (Taiwan Strait) অতিক্রম করেছে। এগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে চলাচল করছিল এবং ১০ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে এটি সম্পন্ন হয়। মার্কিন নৌবাহিনীর (US Navy) কমান্ডার ম্যাথিউ কোমের বলেন, এই জাহাজগুলি কোনো উপকূলীয় রাষ্ট্রের আঞ্চলিক সমুদ্রসীমার মধ্যে নয় বরং এটি একটি সাধারণ ট্রানজিট ছিল।

আরও পড়ুন: RRB Group D Exam: ভারতীয় রেলে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ। করেছেন ফর্ম ফিলাপ?

চীনের সামরিক বাহিনী এই পরিস্থিতি তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা এ বিষয়ে তাদের বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে। পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে যে,যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং এতে নিরাপত্তার ঝুঁকি বাড়ে। চীন সতর্ক করে দিয়েছে যে,এটি ভুল বার্তা দিতে পারে এবং এভাবে সামরিক উপস্থিতি প্রভাবিত করতে পারে।

এদিকে,তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,তারা এই ঘটনার ওপর নজর রাখছে। এর পাশাপাশি চীনের ৩৯ টি যুদ্ধবিমান ও সাতটি নৌযান তাদের আকাশসীমা এবং জলসীমার কাছে শনাক্ত করা হয়েছে,তবে পরিস্থিতি স্থিতিশীল ছিল।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/12HFLBMBJop/

চীনের সামরিক বাহিনী এই পরিস্থিতি তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা এ বিষয়ে তাদের বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে। পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে যে,যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং এতে নিরাপত্তার ঝুঁকি বাড়ে। চীন সতর্ক করে দিয়েছে যে,এটি ভুল বার্তা দিতে পারে এবং এভাবে সামরিক উপস্থিতি প্রভাবিত করতে পারে।

এদিকে,তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,তারা এই ঘটনার ওপর নজর রাখছে। এর পাশাপাশি চীনের ৩৯ টি যুদ্ধবিমান ও সাতটি নৌযান তাদের আকাশসীমা এবং জলসীমার কাছে শনাক্ত করা হয়েছে,তবে পরিস্থিতি স্থিতিশীল ছিল।