Bangladesh News: চীনের সাথে বাংলাদেশের রাজনৈতিক মৈত্রী!

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh News) রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছে চীন। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে চীন কার্যত নীরব ছিল,কিন্তু এখন ধীরে ধীরে নীরবতা ভাঙতে শুরু করেছে। সূত্রের খবর, চীন বিভিন্ন রাজনৈতিক দলকে (political parties) সাহায্য করার জন্য তার দরজা খুলে দিয়েছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে,বিএনপি (BNP) সহ বাংলাদেশের আটটি আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের বেজিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। একদলীয় চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সোমবার বিএনপি ও অন্যান্য দলের নেতারা বেজিং যাচ্ছেন। এই সফরের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ((Student movement against discrimination)এবং জাতীয় নাগরিক কমিটির চারজন নেতা সেখানে উপস্থিত থাকবেন। বুধবার এই দুটি সংগঠন আনুষ্ঠানিকভাবে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর,সোমবার রাত পৌনে ১১ টা নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধিদলটি চীনের উদ্দেশ্যে রওনা দেবে। প্রতিনিধিদলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান (Abdul Moin Khan, BNP) ২২ সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে বিএনপি (BNP)ও তার সহযোগী সংগঠনের পাঁচজন নেতা ছাড়াও নাগরিক ঐক্য (Citizens Unity,বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (Revolutionary Workers Party),গণসংহতি আন্দোলন,জাতীয় পিপলস পার্টি (National Peoples Party),জাতীয় ডেমোক্রেটিক মুভমেন্ট,গণ অধিকার পরিষদ,বাংলাদেশ খেলাফত মজলিস (Bangladesh Khalafat Majlis) ও জাতীয় দলের প্রতিনিধিরা থাকবেন। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর গবেষক মহম্মদ নাহিয়ান সাজ্জাদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিনও প্রতিনিধিদলে উপস্থিত থাকবেন। এতে দুজন সাংবাদিকও অন্তর্ভুক্ত আছেন।