Mamata Banerjee: দলের রাশ কার হাতে? মেগা বৈঠকে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: দলের রাশ কার হাতে? নেতাজি ইন্ডোর স্টেডিয়াম(Netaji Indoor Stadium) এ মেগা বৈঠকে স্পষ্ট করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি ২০২৬-এর রণনীতি ঠিক করে দিলেন তিনি। নির্দেশ দিয়েছেন তৃণমূল স্তর থেকে সকলকে কাজ করার। কোনও রকম কোনও বেতাল দেখলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও কড়া বার্তা দিয়েছেন তৃণমূল(TMC) সুপ্রিমো।

নেতাজি ইন্ডোর স্টেডিয়াম(Netaji Indoor Stadium) এ মেগা বৈঠক নজরে ছিল গোটা রাজনৈতিক মহলের। সবার নজরে ছিল তৃণমূলে ঠিক কি রদবদল করবেন দলনেত্রী। এদিন আরও একবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে বুঝিয়ে দিলেন দলের রাশ রয়েছে তাঁর হাতেই। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন প্রতিটি জেলায় কোর কমিটি গড়ে দেওয়ার কথা। এই কোর কমিটির মাথায় থাকা ব্যক্তির নামও জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সীকে মাথায় রাখার কথাই এদিন শোনা গিয়েছে দলনেত্রীর গলাতে। তিনি জানান, কোর কমিটির যাবতীয় কিছু দেখাশোনা করবেন সুব্রত বক্সি। এছাড়া কমিটিতে রয়েছেন ফিরহাদ হাকিম, রচনা ব্যানার্জি, সুজিত বোস, মালা রায়, পার্থ ভৌমিক সহ অনেক বর্ষীয়ান নেতা-নেত্রী। এই ঘোষণার পরেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা। তাদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটিতে তাঁর টিমের লোকের সংখ্যাই বেশি। অভিষেকের টিমের রয়েছেন মাত্র দক্ষিণ ২৪ পরগণার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ওয়াকিবহল মহল বলছে, তৃণমূল সুপ্রিমো তাঁর টিমের নেতাদের কমিটিতে রেখে বুঝিয়ে দিয়েছেন অভিষেক নয়, মমতাই তৃণমূলের শেষ কথা।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/27/mamata-banerjee-slams-central-agencies-from-tmc-state-conference-at-netaji-indoor-stadium/

যদিও এদিন অভিষেকের কাজের প্রশংসা করেছেন তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মমতা-অভিষেকের টিম নিয়ে যে জল্পনা চলছে তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দু’-একজন নেতা গজিয়ে উঠছে, অনেকে বলছেন, আমি তৃণমূল করি না, অমুক দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি রোজ খুঁটিয়ে ফেসবুক, টুইটার দেখি। কে কী বলছেন সেটাও খুঁটিয়ে দেখি। মনে রাখবেন, আপনাদের নেতা জোড়া ফুল। দল না থাকলে গ্রাম সংসদে যেতে পারবেন না। অভিষেক যা বলেছে সেটাই অ্যাকচুয়ালি। ওঁ যা বলতে পারে, আমি সেটা পারি না।

এদিন বিরোধীদের নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটারদের উদ্দ্যেশে বলেন, বিজেপি-সিপিএম-কংগ্রেসের জামানত জব্দ করুন। বাংলার মাকে এগিয়ে যেতে দিন।” ‘খেলা আবার হবে, ২০২৬-এর খেলাটা আরও জোরে খেলতে হবে’ এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/