Trump Vs Zelenskyy: রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে আর সাহায্য করবে না আমেরিকা

breakingnews আন্তর্জাতিক রাজনীতি

নিউজ পোল ব্যুরো: আমূল বদলে গিয়েছে আমেরিকা এবং ইউক্রেনের পারস্পরিক সম্পর্কের সমীকরণ। গত ২০২২ সালে রাশিয়া যখন প্রথমবার ইউক্রেন আক্রমণ করে তখনই ছোট্ট দেশটির পাশে সবরকমভাবে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল আমেরিকা। কিন্তু ৩ বছরে দৃশ্যপট পুরোপুরি পরিবর্তিত। বিশেষ করে সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কি (Trump Vs Zelenskyy) বচসার পর রীতিমত ফুঁসছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই তাদের তরফে এবার ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল।

আরও পড়ুনঃ Trump Vs Zelenskyy: আর নয় আমেরিকার দাদাগিরি! আলাদা করে ‘মুক্ত বিশ্ব’ গড়বে ক্ষুব্ধ ইউরোপ

আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। গত ২৮ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়। এই বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে এসে বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই রাষ্ট্রপ্রধান। যে ঘটনার জেরে ভেস্তে গিয়েছে দুই দেশের খনিজ চুক্তি। এমনকি এও শোনা গিয়েছে, মধ্যাহ্নভোজ না করেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে গিয়েছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি।

এই ঘটনার পরই যুক্তরাষ্ট্রের তরফে ইউক্রেনকে সহযোগিতা না করার সিদ্ধান্ত ভাবাচ্ছে বিশ্লেষকদের। তাঁরা মনে করছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার বিষয়ে ইউক্রেনকে চাপে রাখতেই এহেন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিকও একই কথা জানিয়েছেন একটি সংবাদ সংস্থাকে। তিনি জানান, “শান্তি ফেরানোর লক্ষ্যে স্থির রয়েছেন রাষ্ট্রপতি ট্রাম্প। আমরা চাই আমাদের বন্ধুদের লক্ষ্যও একই থাকুক।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই তৃতীয় পক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প ফের একবার ক্ষমতায় আসতেই অন্য পথে হাঁটতে শুরু করেন। রাশিয়াকে যুদ্ধ বন্ধ করে সমঝোতায় আসার আহ্বান জানান তিনি। এই পরিস্থিতিতে‌ আমেরিকার সঙ্গে ইউক্রেনের খনিজ চুক্তিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছিল। কিন্তু ট্রাম্পের কথা মেনে জেলেনস্কি সমঝোতায় রাজি হননি। তাই বচসায় জড়িয়ে পড়েন ট্রাম্প-জেলেনস্কি (Trump Vs Zelenskyy)। এবারে এর জল কতদূর গড়ায় সেটাই দেখার।