2016 SSC Panel: ‘দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়’, চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন সুকান্ত-বিকাশরঞ্জন

breakingnews কলকাতা রাজ্য শহর শিক্ষা

নিউজ পোল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ২০১৬-এর প্যানেলের (2016 SSC Panel) বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের চাকরি (SSC Recruitment)। কলকাতা হাইকোর্টে রায়কেই বহাল রেখেছে শীর্ষ আদালত। কেবলমাত্র সোমা দাস নামে একজন বিশেষভাবে সক্ষম মহিলার চাকরি থাকছে। বাকি সুপ্রিম নির্দেশে ২৫ হাজার ৫৭৩ জন শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। বৃহস্পতিবার এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় এই রায়ই দিল দেশের শীর্ষ আদালত। চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও আইনজীবী তথা প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya )। হাজার হাজার চাকরি প্রার্থীর এই অবস্থার জন্য দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, “আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণ করে দিলেন না? যদি আজ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার পৃথকীকরণ করে দিতেন, তাহলে আজ ২৫ হাজার ৫৭৩ জনের চাকরি চলে যেত না। শুধুমাত্র অযোগ্যদের চাকরি চলে যেত, যোগ্যদের চাকরি বহাল থাকত। “আজ মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত নিয়েছে, ২৫ হাজার ৫৭৩ জনের চাকরি চলে গেল, যারা ২০১৬ সাল থেকে চাকরি করছেন, পরিবার রয়েছে। আজকে যোগ্য যারা, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের চাকরি চলে গেল। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেরা অযোগ্য, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ হাজার মানুষের চাকরির বলিদান দিয়ে দিল। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ” এমনকি রামনবমীর পর বিজেপি এই নিয়ে ময়দানে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুনঃ SSC Recruitment Scam : বাতিল হয়ে গেল ২৬ হাজারের চাকরি, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, “আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের দুষ্কৃতী, জোচ্চোরদের জন্য এতগুলি পরিবার আজ রাস্তায় বসল। আমরা ছেড়ে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে উৎখাত করব। বলে দিচ্ছি, রাম নবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে এর বিরুদ্ধে পথে নামবে।” অন্যদিকে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, “দুর্নীতির সঙ্গে থাকলে তো ভবিষ্যৎ নেই। ফ্রেশ সিলেকশন প্রসেসে বসতে হবে, নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। এই জন্যই তো আমরা বলি, দুর্নীতিমূলক কোনও প্রক্রিয়ার সঙ্গে আপস করতে নেই। এদের উচিত রাজ্য সরকারের ঘাড় ভাঙা, বলা উচিত, তোমাদের জন্য আজ আমাদের এই অবস্থা। গোটা দেশ জেনে গেল , এত বড় একটা দুর্নীতি হয়েছে। এই মামলার পিছনে কত কোটি টাকা খরচ হয়েছে, তাও বিবেচ্য হওয়া উচিত।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, ‘কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজনীয়তা আমরা বোধ করছি না।’ শীর্ষ আদালতের নির্দেশ, সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের SSC-এর (2016 SSC Panel) মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন ২০১৬-এর চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, ‘১০ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম কী করে জানব যে সেই সময় দুর্নীতি হয়েছে। দুর্নীতির মাশুল দিতে হল যোগ্যদের। অন্যায় করল অন্যরা আর চরম দায় নিতে হচ্ছে আমাদের। দুর্নীতি না করেও দায় নিতে হল, সংসার-বাচ্চা আছে চালাবো কি করে।’