নিউজ পোল ব্যুরো : “চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কাড়ার ক্ষমতা আছে। তাঁদের ধিক্কার জানাই।” সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকের মুখোমুখি হয়ে ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় সরকার এবং দেশের শীর্ষ আদালতকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) হাইকোর্টের নির্দেশই বহাল হয়েছে সুপ্রিম কোর্টে। এর জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। এই পরিস্থিতিতে এদিনের সভা থেকে মমতার হুঙ্কার, “আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ।”
আরও পড়ুনঃ SSC Recruitment Scam : মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে চাকরিহারারা, বাড়ছে জল্পনা
ঐতিহাসিক ‘সুপ্রিম রায়ে’ চাকরি খোয়ানো শিক্ষকদের পাশে দাঁড়িয়ে মমতা (Mamata Banerjee) দাবি করেন, তিনি কোনও রং দেখবেন না। বলেন, “সুপ্রিম কোর্টের রায়ে আমার হৃদয় পাথর হয়ে গিয়েছে। লাল, নীল, গেরুয়া, কোনও রংই দেখব না আমি। আমাকে জেলে ভরলে ভরুক।” এরই সঙ্গে যোগ করেছেন, “যাঁরা যোগ্য তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আইন অনুযায়ী যা করার করব।”
মমতা (Mamata Banerjee) জানিয়েছেন, অভিষেক মনু সিঙ্ঘভি, কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাকেশ দ্বিবেদী, প্রশান্ত ভূষণরা রাজ্য সরকারের হয়ে যোগ্য শিক্ষকদের সমর্থনে আইনি লড়াই লড়বেন। তিনি বলেন, “এই কেসটা আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মত লড়ব।” এছাড়া কথাপ্রসঙ্গে সিপিএমকেও টেনে আনেন মুখ্যমন্ত্রী। দস্তুরমত আক্রমণের সুরে বলেন, “অনেক কথা জেনেও সিপিএমের কারও চাকরি খাইনি আমি। বিকাশরঞ্জন ভট্টাচার্য মামলা করলেন কেন? এর জবাব সিপিএমকে দিতে হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
তবে এদিন শুধু সুপ্রিম কোর্ট বা বিরোধীদের তুলোধুনা করেই ক্ষান্ত থাকেননি মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি বিকল্প বন্দোবস্তেরও আশ্বাস দিয়েছেন। জানান, “দুই মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেব আমরা। যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না। সুপ্রিম কোর্ট আমাদের হাতে যোগ্য-অযোগ্যের তালিকা তুলে দিক। শিক্ষাব্যবস্থা ভেঙে দেওয়ার অধিকার কারও নেই।” পাশাপাশি চাকরিহারাদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “এখনও কি বরখাস্তের নোটিশ পেয়েছেন? চাকরি করুন না। স্বেচ্ছায় কাজ করতে সকলেই পারেন।”