Abdur Razzak Molla: প্রিয় বাঁকড়িতেই চিরনিদ্রা! পূরণ হল আব্দুর রেজ্জাক মোল্লার শেষ ইচ্ছা

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দীর্ঘ রোগভোগের পর শেষনিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের বর্ষীয়ান রাজনীতিক এবং প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা (Abdur Razzak Molla) । শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ভাঙড় (Bhangar) এলাকার বাঁকড়ি (Bankra) গ্রামে নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে প্রাতঃরাশ শেষ করার কিছুক্ষণ পরেই আচমকাই কাশতে শুরু করেন তিনি। পরিবারের লোকজন কিছু বোঝার আগেই সকলের চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ‘চাষার ব্যাটা’ নামে পরিচিত প্রাক্তন নেতা।

আরও পড়ুন:- Sankrail Incident: ব্লকের বিডিওই নিলেন শিক্ষাদানের দায়িত্ব!

আব্দুর রেজ্জাক মোল্লার (Abdur Razzak Molla) রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭২ সালে। সেই বছর ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম (CPIM) প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি। পরবর্তীকালে ১৯৭৭ সালে ক্যানিং পূর্ব (Canning East) কেন্দ্র থেকে জিতে রাজ্যের মন্ত্রী হন। দীর্ঘ বাম শাসনে তিনি ভূমি সংস্কার (Land Reforms) ও সুন্দরবন উন্নয়ন (Sundarbans Development)–এর মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। তবে রাজনৈতিক কেরিয়ারে ছিল বিতর্কও। ২০১৪ সালে দলবিরোধী মন্তব্যের জন্য তাঁকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়। পরে ২০১৬ সালে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress)। ওই বছর ভাঙড় থেকে ফের বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর তৃণমূল সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ (Food Processing) দপ্তরের মন্ত্রী হন। সিপিএম আমলের গুরুত্বপূর্ণ নেতা হওয়া সত্ত্বেও আব্দুর রেজ্জাক মোল্লা ছিলেন তাঁর নিজস্ব মেজাজ ও মতের মানুষ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) সতীর্থ হলেও, নানা বিষয়ে মতবিরোধ ছিল তাঁদের মধ্যে। সিঙ্গুর আন্দোলনের সময় রেজ্জাক মোল্লার এক বিস্ফোরক মন্তব্য আজও স্মরণীয়: “হেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসেছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

প্রবীণ এই নেতার (Abdur Razzak Molla) মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি রেজ্জাক মোল্লার দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করে তাঁর পরিবার, অনুগামী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। বেঁচে থাকাকালীন বহুবার রেজ্জাক মোল্লা বলতেন, মৃত্যুর পর যেন তাঁকে ভাঙড়ের বাঁকড়ির বাড়িতেই কবর দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে সেই বাড়িতেই সমাধিস্থ করা হতে পারে তাঁকে। ইতিমধ্যে বাড়িতে রাজনৈতিক নেতা ও কর্মীদের ভিড় জমতে শুরু করেছে। আব্দুর রেজ্জাক মোল্লার মৃত্যুতে বাংলা রাজনীতি হারাল এক অকুতোভয়, সোজাসাপটা এবং মাটি ছোঁয়া নেতাকে। তাঁর মতো ‘চাষার ব্যাটা’ আর ক’জনই বা রয়েছেন বাংলার রাজনীতিতে?