নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার নফরগঞ্জ এলাকায় (Murshidabad Issue) সোমবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় এক স্কুল পড়ুয়া। নিহত ছাত্রের নাম কুন্তল মণ্ডল (৯)। প্রতিদিনের মতো এদিনও সে স্কুলে যাচ্ছিল। একটি দ্রুতগামী মাটির লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদে ফেটে পড়েন। উত্তেজনার মাঝেই একটি মাটি কাটার যন্ত্রে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে পৌঁছলে জনতার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
আরও পড়ুন: Bus Accident: বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, মৃত ১
এদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াকফ ইস্যু (Waqf Issue) ঘিরে চলছে প্রবল উত্তেজনা। কোনওরকম প্রশাসনিক অনুমতি ছাড়াই সন্দেশখালি (Sandeshkhali), মিনাখাঁ এবং ভাঙড় (Bhangar) থেকে বহু মানুষ রামলীলা ময়দানের উদ্দেশ্যে রওনা দেন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে। তাদের আটকাতে বাসন্তী হাইওয়েতে (Basanti Highway) ব্যারিকেড দেয় পুলিশ। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে পুলিশের লাঠিচার্জে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা (Murshidabad Issue)। একের পর এক বাস আটকে পড়ে, ফলে পুরো হাইওয়ে কার্যত অবরুদ্ধ হয়ে যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
অন্যদিকে, গুজব ছড়ানো আটকাতে মুর্শিদাবাদের (Murshidabad Issue) একাধিক জায়গায়, পাশাপাশি মালদহ (Malda) ও বীরভূমের (Birbhum) কিছু অংশে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট (Internet Service) পরিষেবা। এই নিষেধাজ্ঞা রবিবার থেকে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টা পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রশাসন জানিয়েছে। তবে ফোনে কথা বলা ও এসএমএস পাঠানো যাবে। সংবাদপত্র পরিষেবাও সচল থাকবে।