Maoist: মাওবাদী-উচ্ছেদে ঐতিহাসিক সাফল্যের পথে ‘অপারেশন সংকল্প’

দেশ

নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের মার্চের মধ্যে ভারতকে সম্পূর্ণ মাওবাদী-মুক্ত (Maoist) করার লক্ষ্য নিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে কেন্দ্র সরকার ও নিরাপত্তা বাহিনী। এই লক্ষ্যপূরণে এক নতুন ইতিহাস গড়ল ‘অপারেশন সংকল্প’ (Operation Sankalp)। ছত্তিশগড়-তেলেঙ্গানা (Chattisgarh-Telengana) সীমান্তবর্তী দুর্গম কারেগুট্টালু পাহাড়ে, নিরাপত্তা বাহিনী গত ২৪ দিনের অভিযানে প্রাণঘাতী গুলির লড়াইয়ে নিকেশ করেছে ৩১ জন মাওবাদীকে (Maoist)। এটাই মাওবাদীদের বিরুদ্ধে এখনও পর্যন্ত সবচেয়ে বড় এবং সফল অভিযান বলে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: ভারতে Apple কারখানা নয়! বন্ধুর পরিকল্পনায় ‘বাধা’ হয়ে উঠলেন ট্রাম্প?

এই ঐতিহাসিক সাফল্যকে সামনে রেখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এক্স হ্যান্ডলে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “নকশালমুক্ত ভারত গঠনের লক্ষ্যে এটি এক মাইলফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে আমরা দেশ থেকে মাওবাদী সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে চলেছি। ২০২৬ সালের মার্চের মধ্যেই দেশ মাওবাদীমুক্ত হবেই—এটাই আমাদের সংকল্প।”

কারেগুট্টালু পাহাড় অঞ্চলটি দীর্ঘদিন ধরেই মাওবাদীদের (Maoist) এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ২৫০টিরও বেশি গুহায় আশ্রয় নিয়ে ৩০০-৪০০ জন মাওবাদী সদস্য এই অঞ্চলকে তাদের দুর্গে পরিণত করেছিল। বিহার, মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার বিভিন্ন অংশে লাগাতার অভিযানের চাপে তারা এই পাহাড়ে এসে ঘাঁটি গেড়েছিল।

এবার সেই দুর্গে আঘাত হানতেই প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়। পাহাড় ঘিরে তৈরি করা হয় কড়া নিরাপত্তার বলয়। এই অভিযানে শুধু মাওবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়নি, ধ্বংস করা হয়েছে তাদের লজিস্টিক সাপোর্ট ও অস্ত্রভাণ্ডারও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বুধবার সাংবাদিক বৈঠকে CRPF এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, এই অভিযান ছিল সুপরিকল্পিত, বহুদিনের গোয়েন্দা নজরদারির ফল। মাওবাদীদের শেষ আশ্রয়স্থলেও এবার ছায়া পড়েছে ‘অপারেশন সংকল্প’-এর।