নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কাতারে কাতারে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। দূর-দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী ও সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মত। এরই মধ্যে স্টিভ জোবসের লেখা একটি চিঠি এখন খবরের শিরোনামে। যে চিঠি ভারতীয় মুদ্রায় ৪.৩২ কোটি টাকায় বিক্রি হয়েছে।
এদিন অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল হাজির হন মহাকুম্ভ মেলায়। লরেনের গুরু স্বামী কৈলাসনন্দ গিরি তাঁর নতুন নাম দিয়েছেন ‘কমলা’। ৪০ জন সদস্যের একটি দলের সঙ্গে তিনি ভারতে এসেছেন। এই আবহে প্রয়াত স্টিভ জোবসের একটি চিঠি বেশ ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়। সেই চিঠিটি ভারতীয় মুদ্রায় ৪.৩২ কোটি টাকায় বিক্রি হয়েছে। জোবসের কুম্ভপ্রীতির কথা জেনেই তিনি এই মেলায় এসেছেন। আর পাঁচটা মানুষের মতোই জীবনযাপন করছেন তিনি। তবে এই চিঠি সম্পর্কিত তথ্য অনেকের কাছেই অজানা।
১৯৭৪ সালে স্টিভ জোবস এই চিঠি পাঠিয়েছিল তাঁর এক বন্ধুকে। যার মধ্যে কুম্ভ মেলা সম্পর্কে অনেক তথ্য লেখা আছে। সেই চিঠিটি তাঁর ১৯ তম জন্মদিনে শৈশবের বন্ধু টিম ব্রাউনকে লিখেছিলেন। সেই চিঠিতে তিনি হিন্দু বৌদ্ধ সম্পর্কিত চিন্তা ভাবনা এবং কুম্ভ মেলায় যোগ দেওয়ার কথা জানান।
জোবস চিঠিতে লিখেছিলেন, এপ্রিলে ভারতে শুরু হওয়া কুম্ভমেলায় যেতে চাই। তবে মার্চ মাসের কোন সময়ে যাব তা এখনও নিশ্চিত করিনি। তাঁর ইচ্ছে ছিল উত্তরাখণ্ডে নিম করোলি বাবার আশ্রমে যাওয়ার। কিন্তু জোবস নৈনিতালে পৌঁছে জানতে পারেন,নিম করোলি বাবা আগের বছর প্রয়াত হয়েছেন। কিন্তু জোবস তাও বাবার সাধনায় আশ্রমে থেকে যান। প্রায় ৭ মাস ভারতে ছিলেন তিনি। বাড়ি ফিরে তাঁকে কেও চিনতে পারেননি। নেড়া মাথা, রোদে পোড়া চেহারা নিয়ে দেশে ফিরেছিলেন তিনি।
কিন্তু জোবসের এই ইচ্ছে পূরণ করলেন তাঁর স্ত্রী লরেন পাওয়েল জোবস। আর তাঁর এই চিঠিটি নিলাম হল বুধবার। প্রায় ৪.৩২ কোটি টাকায় উঠেছে এই চিঠির মূল্য।