ফের ভেঙে পড়ল মাস্কের রকেট

আন্তর্জাতিক প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো : মাঝ আকাশে ভেঙে পড়ল ষ্টারশিপের রকেট। ২০২৩ থেকে এই ষ্টারশিপ প্রকল্প চলছে স্পেসএক্সের। এবার ছিল পরীক্ষামূলক উৎক্ষেপণ সপ্তম ষ্টারশিপের। কিন্তু এবারও সেই উৎক্ষেপণ সফল হল না। উৎক্ষেপণের মাত্র আট মিনিটের মধ্যেই ভেঙে টুকরো হয়ে যায় ষ্টারশিপটি। তার জেরে ব্যাহত হয় বিমান পরিষেবা।

মাস্কের সংস্থা স্পেসএক্স ২০২৩ সালে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ নিয়ে এই ষ্টারশিপ প্রকল্প শুরু করেছিল। এখনও পর্যন্ত ৬টি মহাকাশযান তৈরি ও উৎক্ষেপণ করা হয়েছে। বৃহস্পতিবার সপ্তম মহাকাশযানটি পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হয়। কিন্তু পরীক্ষামুলক উৎক্ষেপণের পরই মাঝ আকাশে ভেঙে পড়ল সপ্তম ষ্টারশিপ।

সূত্রের খবর, মহাকাশযানটি টেক্সাস থেকে মেক্সিকো উপসাগরে ওড়ার কথা ছিল। নতুন রকেটটি ছিল ৪০০ ফুটের। আকাশে এই ষ্টারশিপের ভেঙে পড়ার কারণ স্টারশিপের একাধিক যন্ত্রাংশ বিকল হয়ে যায়। মেশিনগুলি একে অপরের সঙ্গে সমন্বয় করতে পারেনি ফলে সেটি ভেঙে পড়ে এবং মহাকাশযানের ৬ টি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। এর জেরে বিশাল এলাকাজুড়ে বিমান চলাচল ব্যাহত হয়েছে। কমপক্ষে ২০টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়। তবে এই পুরো ঘটনাকে ইলন মাস্ক মজার ছলে নিয়েছেন।

ষ্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ নিয়ে ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে লেখেন, সাফল্য অনিশ্চিত হলেও মজা আছে ব্যাপারটায়। এই বার্তার পাশাপাশি তিনি রকেট উৎক্ষেপণেরও একটি ভিডিও শেয়ার করেছেন। এদিকে রকেট ভেঙে পড়ায় ওই এলাকায় বিমান চলাচলের ওপর সতর্কতা জারি করা হয়েছে।