Fake passport: ভুয়ো পাসপোর্ট কাণ্ডে এবার আফগানিস্তান

Uncategorized কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- বাংলাদেশের পর এবার আফগানিস্তান, ভুয়ো পাসপোর্ট (Fake passport )কাণ্ডে নাম উঠে এলো আফগানিস্তানের। কলকাতায় ভুয়ো পাসপোর্ট (Fake passport) কাণ্ডে নাম বাংলাদেশিদের জড়িয়েছিল। জাল নথি তৈরী করে পাসপোর্ট বানাত গিয়ে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার আফগানিস্তানের এক যুবক। প্রায় ছয়বছর আগে আফগানিস্তান থেকে এসেছিল কলকাতায়, একেবারেই নিজের ভোল বদলে ফেলেছিল সে। সৈয়দ আকবর খান। হ্যাঁ, এখন তিনি এই নামেই পরিচিত, কিন্তু খালিদ নওরোজ খলিল কলকাতায় এসে হয়ে গিয়েছিল সৈয়দ আকবর খান। একই ব্যক্তি শুধু জন্মের তারিখটাই পাল্টে গিয়ে তিন বছরের ছোট-বড়। এরকম নথি সামনে আসতেই সন্দেহ হয় গোয়েন্দাদের।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

আকবরকে দীর্ঘক্ষণ জেরার পর এসসিও-র গোয়েন্দারা তাঁকে গ্রেপ্তার করেন। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলা হলে তাঁর জামিনের আবেদন জানান আইনজীবী। তা নাকচ কর ২৪ জানুয়ারি পর্যন্ত আকবরকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

পুলিশ জানিয়েছে, ধৃত ওই আফগান যুবক ২০১৯ সালের ১ আগস্ট কাবুল থেকে দিল্লিতে এসেছিল। দিল্লিতে থাকেন আকবরের মা গুলজার ও হজরত খান ওরফে নিজাম খলিল। কিছুদিন দিল্লিতে থাকার পর তাঁকে তাঁর বাবা কলকাতায় পরিচিতদের কাছে পাঠিয়ে দেন। দক্ষিণ কলকাতার চারুমার্কেট থানা এলাকার বখতিয়ার শাহ রোডে থাকতে শুরু করে সে, সেখানের আফগানদের সঙ্গে সে সুদের কারবার করতে থাকে। ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ছিল তাঁর ভিসার তারিখ। তখনও দেশে সেভাবে করোনা পরিস্থিতি তৈরী হয়নি। কিন্তু তখনই আকবর সিদ্ধান্ত নেয় যোর ফিরবে না আফগানিস্তান।

https://www.youtube.com/@newspolebangla

কলকাতার একটি চক্রের মাধ্যমে প্রথমে জাল আধার কার্ড বানায়, আসল নথি অনুযায়ী নওরোজের জন্ম ১৯৯৬ সালের ১ সেপ্টেম্বর। অথচ আধার কার্ডে তার জন্ম তারিখ ১৯৯৩ সালের ২৮ ডিসেম্বর। এমনকী, আধার কার্ডে বদলে দেওয়া হয় তার বাবার নামও। ওই আধার কার্ড তৈরী করেই তার ভিত্তিতে সে ২০২২ সালে কলকাতা পুরসভার জাল জন্ম শংসাপত্র, জাল ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডও বানিয়ে নেয়। ওই নথিগুলির মাধ্যমে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে শুরু করে গ্যাসের সংযোগ সবকিছুই করাতে শুরু করে আকবর।