ট্রামলাইন তোলায় রাজ্যের সিদ্ধান্তে ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট

কলকাতা জেলা দেশ রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- ট্রাম নিয়ে জনস্বার্থ মামলায় কোর্টকে না জানিয়ে ট্রামলাইন তোলায় রাজ্যের সিদ্ধান্তে ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট। রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

কলকাতা হাই কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে কী করে বেশ কিছু রুটের ট্রামের ট্র্যাক তুলে ফেলা হল এবং সেই জায়গায় পিচ দিয়ে বুজিয়ে দেওয়া হল, তা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হাই কোর্ট। শুধু তাই নয় মামলাকারীদের তরফে অভিযোগ করা হয়, পরামর্শদাতা কমিটিও বৈঠকে বসেনি। যা শুনে ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

বস্তুত, শহরের রাস্তায় ট্রাম থাকবে কি না তা খতিয়ে দেখতে গত বছর ৭ আগস্ট হাই কোর্ট পরামর্শদাতা কমিটি গড়ে দিয়েছিল। তবে এ বছরের ৪ জা‍নুয়ারির পর আর সেই কমিটি কোনও বৈঠক করেনি। যা শুনেই বিস্মিত হন প্রধান বিচারপতি।

আদালতের নির্দেশ, হাই কোর্ট বা পরামর্শদাতা কমিটির অনুমতি না নিয়ে কী করে ট্র্যাক তুলে ফেলা হল বা সেই জায়গা বুজিয়ে দেওয়া হল, সেই ব্যাপারে সন্তোষজনক লিখিত জবাব দিতে হবে রাজ্যকে। আবার একইসঙ্গে বন্ধ রুটগুলির চালু করার ব্যাপারে কতদূর এগিয়েছে, তাও জানাতে হবে রাজ্যকে।