মাত্র ৩৯ শেষ ইনিংস! শোকস্তব্ধ বাংলার ক্রিকেট জগৎ

ক্রীড়া রাজ্য

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: মাত্র ৩৯ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাংলার ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। ঘোড়া নামেই তাঁকে চিনত গোটা ময়দান। ক্রিসমাস এবং ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য যখন পুরো শহর ঝলমলে হয়ে উঠছে তখন কলকাতা ময়দানে অন্ধকারের ছায়া।

জানা গেছে, সোমবার সকালে সোনারপুরের বাড়িতে প্রাতঃরাশ সেরে আবার ঘুমোতে গিয়েছিলেন। বিকেলের দিকে তাঁর বাবা ডাকাডাকি করার পরেও ওঠেননি। তখন চিকিৎসককে ডাকা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসক এসে জানান ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে শুভজিতের। এদিন সকালে উঠে জলখাবারও খেয়েছিলেন শুভজিৎ। তারপরেই চির ঘুমের দেশে পাড়ি দেন তিনি।

নিজের কেরিয়ারে সোনারপুর স্পোর্টিং ইউনিয়ন ক্রিকেট দল এবং ইস্টবেঙ্গল ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। রঞ্জি খেলেছেন বাংলার হয়ে। ২০১৪ সালে বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে অভিষেক হয়েছিল শুভজিৎ-এর। ওড়িশার বিরুদ্ধে সেই ম্যাচে ব্যাট করে ৩৩ রান করেছিলেন তিনি। সেই বছরই বরোদার বিরুদ্ধে রঞ্জি অভিষেকও হয় এই ব্যাটারের। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ৪৪ করেন শুভজিৎ। দাপটের সঙ্গে খেলেছেন ইস্টবেঙ্গল ক্লাবেও। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ময়দানে।