নিউজপোল ব্যুরোঃ নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বামীর আচরণ শোধরাতে এবার থেকে সাহায্য করবে আইন (Regulations) ! হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও সম্প্রতি এমন আইনের কথাই জোড় চর্চায়। স্ত্রী দ্বারা ৪৯৮-ক ধারায় অভিযোগ নিষ্ঠুরতা, রায় দিল বোম্বে হাইকোর্ট।
Bizarre: মস্তিস্ক ছাড়াই চলে জীবন এই পাঁচ প্রাণীর
একসাথে থাকার চাহিদায় প্রতিদিন প্রতিনিয়ত তৈরি হয় একটি করে সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কই যদি ভরে ওঠে তিক্ততায়, তখনই প্রয়োজন পরে বিচ্ছেদের। তিক্ততার জন্য প্রতিদিন প্রতিনিয়ত আবার নষ্ট হয় হাজারো সম্পর্ক। বিবাহিত সম্পর্কের বিশ্বাস ও স্বচ্ছন্দ্য গতি এর ফলে নষ্ট হয়। সেই সঙ্গে বিবাহিত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চাহিদাকে নষ্ট করে অবিশ্বাস, তখনই সম্পর্ক ধরে রাখতে প্রয়োজন পরে শোধরানোর। এবার তাই সেই শোধরানোকেই আইনের (Regulations) আওতায় আনার সিদ্ধান্ত আদালতের।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
স্বামীর আচরণ শোধরাতে ৪৯৮-ক ধারায় আনা অভিযোগ মিথ্যা। তাই ১৯৫৫ সালের হিন্দু ম্যারেজ আইনের ১৩ এক(আই-এ) অনুযায়ী তা নিষ্ঠুরতা। অভিমত প্রকাশ বিচারপতি জিএস কুলকার্নি ও বিচারপতি এম শেঠনার। মিথ্যে মামলায় দীর্ঘদিন ধরে হেনস্তা রুখতেই এই চিন্তাভাবনা। এবার থেকে স্ত্রীর এমন পদক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
https://www.youtube.com/@newspolebangla
উল্লেখ্য, ২০০৬ সালে বন্ধনে আবদ্ধ হন এক দম্পতি। কিন্তু কয়েক মাসের মধ্যেই ভাঙন ধরে সম্পর্কে। তখন থেকেই স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে মামলা, রুজু করা হয় নিম্ন আদালতে স্ত্রীর তরফ থেকে। দুই দফা অভিযোগ খারিজ হওয়ার পরেও স্ত্রী তখনও হাই কোর্টের দ্বারস্থ হন।
কলকাতা: স্বামীর আচরণ শোধরাতে এবার থেকে সাহায্য করবে আইন (Regulations) ! হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও সম্প্রতি এমন আইনের কথাই জোড় চর্চায়। স্ত্রী দ্বারা ৪৯৮-ক ধারায় অভিযোগ নিষ্ঠুরতা, রায় দিল বোম্বে হাইকোর্ট।