সহায়তা কেন্দ্রে চা-কফি!

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ গঙ্গাসাগর যাওয়ার পথে ভিন রাজ্যের পূণ্যার্থীদের জন্য চালু হল সহায়তা কেন্দ্র। হুগলির জেলাশাসক মুক্তা আর্য পূণ্যার্থীদের সহায়তার জন্য জাতীয় সড়কের পাশে এই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন। প্রতি বছরই ভিন রাজ্য থেকে বহু তীর্থযাত্রী বিভিন্ন পরিবহনের মাধ্যমে গঙ্গাসাগর মেলায় আসেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিষ সেন, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না,বিধায়ক করবী মান্না সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

এই সহায়তা কেন্দ্রটি সোমবার থেকে গঙ্গাসাগর মেলার শেষ দিন পর্যন্ত খোলা থাকবে। এই ক্যাম্প থেকে যে সমস্ত পূণ্যার্থীরা সড়ক ধরে যাতায়াত করেন মূলত তাঁরা যাতে সুষ্ঠুভাবে এবং কোনরকম বাঁধা ছাড়াই মেলায় যেতে পারেন তার জন্য সবরকম সুযোগ সুবিধা প্রদান করা হবে, এছাড়াও ক্যাম্প থেকে মিলবে শুকনো খাবার,পানীয় জল,প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সব ব্যবস্থা।

এদিন মন্ত্রী বেচারাম মান্না বলেন,প্রতি বছর এই ক্যাম্প হয়, এবছর আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যেসব পূণ্যার্থীরা NH2 দুর্গাপুর এক্সপ্রেস ধরে গঙ্গাসাগরে যায় তাঁদের যাতে কোন অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য এই ক্যাম্প করা হয়। এই ক্যাম্পে পূণ্যার্থীদের বিশ্রামের জায়গারও ব্যবস্থা করা হয়েছে এবং মেডিক্যাল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। গঙ্গাসাগর মেলা পর্যন্ত এই ক্যাম্প চলবে যেখানে চা ও কফি সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা রয়েছে।