ডিজিটাল লেনদেন বাড়িয়েছে গ্ৰাহক সংখ্যা

কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের মানুষ ক্রমশ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠছেন। এর জন্য কৃতিত্ব দাবি করতে পারে বাংলা সহায়তা কেন্দ্র (বিএসকে)। ওই কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে ডিজিটাল লেনদেন করা যায়। রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ডিজিটাল লেনদেনের গত এক বছরে দ্বিগুণের কাছাকাছি বেড়েছে। ২০২৩ সালে যেখানে ওই কেন্দ্রগুলির মাধ্যমে ১৬৯ কোটি টাকা লেনদেন হয়েছিল। ২০২৪ সালে তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ কোটি টাকা। বাংলা সহায়ক কেন্দ্রের মাধ্যমে বিদ্যুতের বিল, সম্পত্তিকর, রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটি, খাজনা ইত্যাদি লেনদেনের জন্য ওই টাকা ব্যবহার করা হয়েছে বলে নবান্নে সরকারি সূত্রে জানা গেছে।

তথ্য বলছে, প্রান্তিক মানুষজন সরকারি দফতরে গিয়ে নানা সমস্যায় পড়তেন। অনেকক্ষেত্রে সরকারি দফতরে যাওয়ার জন্য তাঁদের দীর্ঘ পথ পাড়ি দিতে হত। কখনও সরকারি অফিসে গিয়ে নির্দিষ্ট দফতরটি খুঁজে পেতে তাঁদের সমস্যা হত। কিন্তু এখন রাজ্যের নানা প্রত্যন্ত অঞ্চলেও খোলা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। ওই কেন্দ্রগুলি বাড়ির কাছে থাকায় সাধারণ মানুষ এখন সহজেই কর দিতে পারছেন। অনলাইন লেনদেনের ব্যাপারে তাঁদের আগ্রহ বাড়ছে। ফলে সরকারের আয়ও বাড়ছে।

গত এক বছরে রাজ্যে ৩ কোটি ৪৯ লক্ষ মানুষ ওই কেন্দ্রের মাধ্যমে অনলাইন পরিষেবা নিয়েছেন। ২০২৩ সালে যেখানে আর্থিক পরিষেবা নিয়েছিলেন ৩০ লক্ষ মানুষ, সেখানে ২০২৪ সালে নিয়েছেন ৪১ লক্ষ। অর্থাৎ আর্থিক পরিষেবা গ্রাহকদের সংখ্যা বেড়েছে ৩৪ শতাংশ।