গুলিবিদ্ধ পুলিশকর্মী!

অপরাধ জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: এবার পুলিশের গাড়ি লক্ষ্য করে চলল গুলি। গুলিতে জখম দুই পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায়। দুই অভিযুক্তকে আদালত থেকে জেলে ফেরার পথে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পুলিশ মহলে।

সুত্রের খবর, এদিন ইসলামপুর মহকুমা আদালতে দুই আসামিকে নিয়ে এসেছিল পুলিশ। শুনানি শেষের পর দুজনকে নিয়ে রায়গঞ্জ জেলে নিয়ে যাচ্ছিল পুলিশ। তারপরই পাঞ্জিপাড়ায় পুলিশের ভ্যান পৌঁছতেই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। তাতে আহত হয়েছেন পুলিশ। এরপরই গুলিবিদ্ধ ওই দুই পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রকাশ্য দিবালকে এই ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়ায়। যদিও কে বা কারা গুলি করেছে তা এখনও স্পষ্ট নয়। দুই গুলিবিদ্ধ পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। তাঁদের শারীরিক পরিস্থিতি কি জানা যায়নি এখনও।