নিজস্ব প্রতিনিধি: দেউচা পাচামি খনি থেকে কয়লা উত্তোলনের জন্য গ্লোবাল টেন্ডার আহবান করা হয়েছে। রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিয়মের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে কয়লা উত্তোলনে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন সংস্থাকে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে দরপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আগ্রহী সংস্থাকে দেউচা-পাচামি-দেওয়ানগঞ্জ-হরিণসিংহ কয়লা খনি প্রকল্পের জন্য বিস্তারিত নকশা, প্রকল্প রিপোর্ট সর্বাধিক সম্ভাব্য কয়লা সম্পদ খনন বা নিষ্কাশনের পদ্ধতি, প্রযুক্তি, অতীত অভিজ্ঞতা ইত্যাদি জানিয়ে আবেদন করতে বলা হয়েছে। এছাড়া প্রস্তাবিত ওপেন কাস্ট মাইনিং, ভূগর্ভস্থ মাইনিং ও হাইওয়াল মাইনিংয়ে খরচ এবং খনি চার্জ কত হতে পারে, আলাদাভাবে তাও উল্লেখ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, এশিয়ার সর্ববৃহৎ ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা ভান্ডার দেউচা পাচামি খনি প্রকল্পে
৩৪০০ একর জমিজুড়ে খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।