নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ-মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে সরকারি চিকিৎসক (Doctor) এবং শিক্ষক চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে লাগাম টানতে রাজ্য সরকার ফের উদ্যোগী হয়েছে। এদের মধ্যে যারা প্রাইভেট প্র্যাকটিস করতে চান তাঁদের ৩১ জানুয়ারির মধ্যে নো অবজেকশন সার্টিফিকেটের আবেদন জানাতে রাজ্যের স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে। পদ্ধতি মেনে তাঁদের রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অথবা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে আবেদন জানাতে হবে।
Bizarre: মস্তিস্ক ছাড়াই চলে জীবন এই পাঁচ প্রাণীর
এদিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় জুনিয়র ডাক্তারদের (Doctor) বলির পাঁঠা করা হচ্ছে বলে ওই হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে। অগণিত শূন্য পদ, দুর্নীতি থেকে নজর ঘোরাতেই জুনিয়র ডাক্তারদের ওপর দোষারোপের চেষ্টা করা হচ্ছে বলে তাঁদের অভিযোগ।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর, স্বাস্থ্য পরিষেবার গুণমান নিশ্চিত করার জন্য কিছু প্রয়োজনীয় নির্দেশ পালন করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীন স্বাস্থ্য পরিষেবা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে পূর্বের একটি বিজ্ঞপ্তি (সংখ্যা HAD/12M-28-2024/1(11)A69, ৬ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত) অনুসারে পশ্চিমবঙ্গ মেডিক্যাল এডুকেশন সার্ভিস এবং রাজ্যের মেডিক্যাল অফিসারদের জন্য নির্দিষ্ট নির্দেশনা জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যাঁরা বেসরকারি প্র্যাকটিসে যুক্ত হতে ইচ্ছুক তাঁদের নো-অবজেকশন সার্টিফিকেট (No objection certificate) গ্ৰহনের জন্য স্বাস্থ্য শিক্ষা বা স্বাস্থ্য পরিষেবার সংশ্লিষ্ট মহাপরিচালকের কাছে সঠিক পদ্ধতিতে আবেদন করতে হবে। এই প্রক্রিয়া ৩১ জানুয়ারির ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে।