মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে সরকারি চিকিৎসক এবং শিক্ষক চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে লাগাম টানতে রাজ্য সরকার ফের উদ্যোগী হয়েছে। এদের মধ্যে যারা প্রাইভেট প্র্যাকটিস করতে চান তাঁদের ৩১ জানুয়ারির মধ্যে নো অবজেকশন সার্টিফিকেটের আবেদন জানাতে রাজ্যের স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে। পদ্ধতি মেনে তাঁদের রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অথবা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে আবেদন জানাতে হবে।
এদিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় জুনিয়র ডাক্তারদের বলির পাঁঠা করা হচ্ছে বলে ওই হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে। অগণিত শূন্য পদ, দুর্নীতি থেকে নজর ঘোরাতেই জুনিয়র ডাক্তারদের ওপর দোষারোপের চেষ্টা করা হচ্ছে বলে তাঁদের অভিযোগ।