নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ২৪ ঘণ্টার মধ্যেই গল্ফগ্ৰিন থানার হত্যা রহস্যের কিনারা করল পুলিশ। তরুণীকে হত্যার অভিযোগে ধৃত তাঁর ভাইপো। পুলিশের অনুমান, টাকা নিয়ে বচসার জেরেই এই খুন।
সুত্রের খবর,মৃত তরুণীর নাম নাফিসা খাতুন। বয়স ৪০ বছর। গল্ফগ্ৰিনের রাজেন্দ্র প্রসাদ কলোনি এলাকায় তাঁর বাড়ি। মায়ের সঙ্গেই তরুণী থাকতেন। তরুণীর মা চায়ের দোকানে কাজ করেন। তরুণী রেস্তরাঁয় কাজ করতেন বলে জানা গিয়েছে। এদিন সকাল ১১ টা নাগাদ চায়ের দোকানে গিয়েছিলেন তরুণীর মা। মেয়েকে বারবার ফোন করলেও ফোনে পাচ্ছিলেন না তরুণীকে। বিকেলের দিকে দোকান থেকে বাড়ি ফিরেই মেয়েকে খোঁজেন তিনি। তারপরই ভয়ঙ্কর দৃশ্য! খাটের নীচ থেকে উদ্ধার হয় তরুণীর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গল্ফগ্ৰিন থানার পুলিশ।
বৃহস্পতিবার সিসিটিভি ফুটেজ চেক করেন পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত তরুণীর এক আত্মীয় দেখা করতে গিয়েছিল। সম্পর্কে পিসি ভাইপো। ধার মেটাতে পিসির থেকে ১০ হাজার টাকা চেয়েছিল ভাইপো। কিন্তু তরুণী দিতে রাজি না হওয়ায় তরুণীর ওপর চড়াও হয় অভিযুক্ত ভাইপো। তরুণী নিজেকে বাঁচানোর জন্য ছুরি দিয়ে ভয় দেখাতে গেলে ছুরি কেড়ে নিয়ে একাধিকবার আঘাত করে তরুণীকে। ঘটনায় মৃত্যু হয় তরুণীর। আর তখনই খাটের তলায় পিসিকে রেখে পালিয়ে যায় ভাইপো। এরপর অভিযুক্ত ভাইপোকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে।