নিজস্ব প্রতিনিধি,কলকাতা:- গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের এক অন্যতম পবিত্র এবং বৃহৎ আয়োজন, যেখানে দূর-দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ পুণ্যস্নানের উদ্দেশ্যে আসেন এই গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে। তবে এই ভীড়ের সঙ্গে মেলার চারপাশে জমা হয় বিপুল পরিমাণ বর্জ্য পদার্থ। বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা বিভিন্ন জিনিস তৈরী করা হয় এবং সেগুলি আমাদের জীবনকে সহজ করে তোলে। অনেকেই মনে করেন যে, যে জিনিসের আর কোন কাজ নেই তা ফেলে দেওয়া উচিৎ। কিন্তু সত্যিই কি তাই? জীবনের কোন কিছুই বর্জ্য নয়, সবকিছুই কোন না কোন কাজে লাগে? এই ভাবনাই পশ্চিমবঙ্গ সরকারকে এই উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে। গঙ্গাসাগর মেলায় দূরদূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ পুণ্যস্নানের জন্য আসেন, তাঁদের ফেলা বর্জ্য পদার্থ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তের পরিবেশকে কলুষিত করে তোলে। এবার এই বর্জ্য পদার্থই এলাকার উন্নয়নের কাজে লাগবে। এখানে আপনি ভাবতে পারেন বর্জ্য পদার্থ দিয়ে এলাকার কি উন্নয়ন হবে?
মেলা চলাকালীন জমা হওয়া প্রতিটি বর্জ্য পদার্থ শুরু থেকেই আলাদা করে সংগ্রহ করা হচ্ছে। মেলা শেষ হওয়ার পর এই বর্জ্য পদার্থ নিয়ে প্রক্রিয়া শুরু হবে। আর এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরী হবে রাস্তা। নবান্ন সূত্রের খবর, এমন উদ্যোগ পশ্চিমবঙ্গে তো বটেই, গোটা দেশের মধ্যে প্রথমবার ঘটতে চলেছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রচুর মানুষকে কাজে লাগানো হয়েছে। তাঁরা মেলা প্রাঙ্গণ এবং তার আশপাশ থেকে সমস্ত বর্জ্য পদার্থ সংগ্রহ করছে এবং সেই বর্জ্য প্রক্রিয়াজাত করা হবে রাস্তা নির্মাণের উপযোগী করে।
জানুয়ারি মাসের শুরু থেকেই গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের ভীড় জমে উঠেছে। তবে এই তীর্থযাত্রীরা তাঁদের যাত্রাপথে বিভিন্ন ধরণের বর্জ্য ফেলে যান। তীর্থযাত্রীদের ফেলে দেওয়া বর্জ্য সংগ্রহ করে তা পুনর্ব্যবহারযোগ্য উপাদানে রূপান্তরিত করা হচ্ছে। এই কর্মসূচীর অধীনে জৈব সার, কাঁচের সামগ্রী, গঙ্গাসাগরের বিভিন্ন রাস্তার নির্মাণ কাজে ব্যবহৃত উপাদানও এই বর্জ্য থেকে তৈরী করা হবে। এই প্রকল্পে ২০০-এর বেশি কর্মী দিনরাত কাজ করে চলেছেন। এই বিশাল কর্মসূচী নামখানা থেকে গঙ্গাসাগর পর্যন্ত ৮টি ইউনিটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রতিটি ইউনিটের কর্মীরা অত্যন্ত যত্নের সঙ্গে বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং পুনর্ব্যবহার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। কর্মীদের সুরক্ষা এবং স্বাস্থ্যরক্ষার জন্য বিশেষ পদক্ষেপ করা হয়েছে। এই প্রকল্পের অন্তর্গত জায়গাগুলি প্রতিনিয়ত পরিষ্কার রাখা হচ্ছে এবং নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে।
এই উদ্যোগ শুধুমাত্র পরিবেশ সংরক্ষণের একটি গুরুত্তপুর্ন পদক্ষেপ নয়, বরং একটি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছে। গঙ্গাসাগরে ফেলে দেওয়া পুণ্যার্থীদের বর্জ্য কিভাবে মানুষের ব্যবহারযোগ্য সামগ্রী তে পরিণত করা যায় তার উদাহরণ এই কর্মযজ্ঞ। সবাই অধীর আগ্রহে রয়েছে, বর্জ্য দিয়ে তৈরী এই রাস্তা কেমন হবে তা দেখার জন্য। তাই অপেক্ষা এখন শুধুই সময়ের,তারপরেই বর্জ্য দিয়ে তৈরী হবে রাস্তা।