নিজস্ব প্রতিনিধি কলকাতা: পড়াতে যেতেন শিক্ষিকা এদিকে তার গর্ভেই ছাত্রের সন্তান! ১৩ বছরের ছাত্রের সন্তানের মা হলেন ২৮ এর শিক্ষিকা, শুনতে অবাক লাগলেও আসলেই তা ঘটেছে। কিন্তু কিভাবে? ভাবছেন নিশ্চয়ই এতক্ষণে।
যুবকের জন্ম ২০০৫ সালে। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন তাকে পড়াতেন সেই শিক্ষিকা। সেই থেকেই নাবালক ছাত্রের পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল শিক্ষিকার। সন্দেহ সেই সময়েই গণ্ডগোল। বাড়িতে নাবালক ছাত্র ও মাত্র বোন থাকতো, পড়াতে আসতেন শিক্ষিকা। অভিযোগ সে সময় নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এমনটি মারাত্মক অভিযোগ বর্তমানে সেই ছাত্রের সন্তানের মা হলেন শিক্ষিকা। শেষ পর্যন্ত সোশাল মিডিয়ার একটি ছবিতেই ফাঁস হল সব। বর্তমানে জেলবন্দি প্রাথমিক স্কুলের ওই শিক্ষিকা।
আসল কারণ খতিয়ে দেখতেই বেরিয়ে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য। মাঝে মাঝে নাবালক ছাত্র ও তার বোনের সঙ্গে শিক্ষিকাকে রাতে থাকতে দিতেন বাবা-মা। এরপর কয়েক বছর মোটামুটি ২০১৬ সাল থেকে শিক্ষিকা ওই বাড়িতেই থাকতেন বলে জানিয়েছে নাবালকের বাবা-মা। সম্প্রতি সেই শিক্ষিকা মা হয়েছেন এবং সন্তানের সঙ্গে মুখের মিল রয়েছে নাবালকের। এখান থেকেই প্রথম সন্দেহ তারপর চেপে ধরতেই বেরিয়ে আসে আসল কথা।
মাঝেমধ্যেই নাবালক অর্থাৎ ছাত্রটিকে রাতে খুঁজে পাওয়া যেত না নিজের ঘরে। কিন্তু সকালে উঠে দেখা যেত দুই ভাই বোন একই রুমে এবং শিক্ষিকা অন্য রুমে। এরকমই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নাবালকের বোন। সে এও জানিয়েছে সে দাদার বয়স তখন ছিল ১১ বছর, তখন থেকেই শিক্ষিকা দাদার সঙ্গে ঘুমোতো বলে জানিয়েছে বোন। তবে বর্তমানে ওই নাবালকের বয়স ১৯ থেকে ২০ বছর। বোন আরও জানায় শিক্ষিকার সঙ্গে যৌন সম্পর্ক ছিল তার।
পরে আরও জেরার পর জানা যায় ঘটনাটি আগেই জানতে পেরেছিলেন নাবালকের বাবা-মা। আচমকা একদিন সোশাল মিডিয়ায় শিক্ষিকার সন্তানকে দেখার পরেই মিলিয়ে ফেলেন দুইয়ে দুইয়ে চার। এরই মধ্যে নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শিক্ষিকাকে। নাবালকের মা-বাবার অভিযোগ অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।