নিজস্ব প্রতিনিধি, হুগলি: পাট বোঝাই লরিতে দাউ দাউ করে আগুন। দুর্ঘটনাটি হুগলির (Hooghly) বৈদ্যবাটি ডানকুনি গামী রাজ্য সড়কের পাশে ঘটেছে। চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর নেই। খালাসি চালক পলাতক।
Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো
স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর থেকেই পাট বোঝাই একটি লরি হুগলির (Hooghly) বৈদ্যবাটি ডানকুনি গামী রাজ্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বেলা বাড়তেই হঠাৎ লরি থেকে ধোঁয়া বেরোতে থাকে। লরিতে থাকা পাট দাউদাউ করে জ্বলতে থাকে। লরির চাকাতেও আগুন লেগে যায়। স্থানীয়রা তখনই দমকলে খবর দিলে ঘটনাস্থলে একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। তবে কি কারণে এই আগুন লেগেছে তার কারণ স্পষ্ট নয়। যান চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি বলে খবর।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
স্বাভাবিক ভাবেই অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়ায় ব্যাপকহারে। স্থানীয়রা দেখতে পেয়ে দমকলে খবর দেন। ঘটনাস্থলে একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
https://www.youtube.com/@newspolebangla
স্থানীয় বাসিন্দা শ্যাম রাহা জানান, সকাল থেকেই পাট বোঝাই লরি দাঁড়িয়ে ছিল। হঠাৎই আগুন লেগে যায়। তখনই দমকলে খবর দেওয়া হয় এবং তারা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কি কারণে আগুন লেগেছে এখনও জানা যায়নি।
এর আগে ভয়াবহ আগুন লাগে ডোমজুড়ের একটি কারখানার গোডাউনে। জানা গিয়েছে, ওটি একটি পাট থেকে দড়ি তৈরির কারখানার গোডাউনে। রবিবার সকাল দশটা নাগাদ ওই গোডাউনে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউনটি। আশেপাশে আরও বেশ কিছু কারখানা থাকায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিমেষে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা ভয়াবহ আকার নেয়। দেখা যায় আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে জ্বলতে থাকে ওই গোডাউন।
জানা গিয়েছে, যখন আগুন লেগেছিল তখন কয়েকজন কর্মী ওই গোডাউনের ভিতরেই কাজ করছিলেন। এদিকে প্রচুর দাহ্য পাট গোডাউনে মজুত থাকার ফলে আগুন নিমেষে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই মারাত্মক আকার নেয়। মুহূর্তের মধ্যে গোডাউন এবং কারখানাকে গ্রাস করে নেয় আগুনের লেলিহান শিখা। আশপাশে আরও বেশ কয়েকটি কারখানা থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায় নিমেষের মধ্যে।