Chopra Border: সীমান্তে পালানোর আগেই গুলি!

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশ পালানোর আগেই গুলি! গোয়ালপোখর কাণ্ডে মূল অভিযুক্ত সাজ্জাক আলমের মৃত্যু হল পুলিশের গুলিতে। বাংলাদেশ পালানোর চেষ্টা করেছিল সাজ্জাক তার আগেই পুলিশের মুখোমুখি অভিযুক্ত। শনিবার সকালে চোপড়া সীমান্ত (Chopra Border) দিয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটকাতে গুলি চালায় পুলিশ ।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

গত বুধবার পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার পর থেকেই সাজ্জাকের খোঁজ শুরু করেন পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ চোপড়া সীমান্ত (Chopra Border) গোয়ালপোখর কিচকতলা এলাকায় আসেন এবং সেখানে অভিযান চালায় পুলিশ।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

সূত্রের খবর, বাংলাদেশে পালানোর সময় সীমান্ত এলাকায় পুলিশ সাজ্জাককে গুলি করে। গুলিতে গুরুতর জখম হয় অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাকে স্থানীয় লোধন গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানায়। ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি এবং ইসলামপুরের এসপি।

https://www.youtube.com/@newspolebangla

বাংলাদেশ পালানোর আগেই গুলি! গোয়ালপোখর কাণ্ডে মূল অভিযুক্ত সাজ্জাক আলমের মৃত্যু হল পুলিশের গুলিতে। বাংলাদেশ পালানোর চেষ্টা করেছিল সাজ্জাক তার আগেই পুলিশের মুখোমুখি অভিযুক্ত। শনিবার সকালে চোপড়া সীমান্ত (Chopra Border) দিয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটকাতে গুলি চালায় পুলিশ ।

গত বুধবার পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার পর থেকেই সাজ্জাকের খোঁজ শুরু করেন পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ চোপড়া সীমান্ত (Chopra Border) গোয়ালপোখর কিচকতলা এলাকায় আসেন এবং সেখানে অভিযান চালায় পুলিশ।