weather forecast: সপ্তাহের শেষে বঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা!

আবহাওয়া কলকাতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : মকর সংক্রান্তিতে তেমন শীতের আমেজ দেখা যায়নি। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া (weather forecast)। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ থাকলেও শীত প্রেমী মানুষদের কাছে তা ফিকে। তবে আলিপুর আবহাওয়া (weather forecast) দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে কিন্তু তা স্থায়ী হবে না। আবার সোমবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

আগামী সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভবনা রয়েছে। এই ঝঞ্ঝা কাটতে না কাটতেই ফের ২২ তারিখে আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে বলে পূর্বাভাস।

হাওয়া অফিস সূত্রে খবর, শহরে হালকা কুয়াশা থাকবে ও সেইসঙ্গে থাকবে শিশির। আগামী রবিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে কিন্তু সোমবার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী ৫ দিন শুস্ক আবহাওয়া থাকবে বাংলায়। কিন্তু বৃষ্টির কোন সম্ভবনা নেই।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দিনভর আকাশ পরিষ্কার থাকবে।

শনিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৭ ডিগ্রি সেলিসিয়াই বেশি। বাতাসে জলীয় আপেক্ষিক আদ্রতা ৫৪ থেকে ৯৪ শতাংশ। রবিবার তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী ৫ দিনে বৃষ্টির কোন সম্ভবনা নেই।

https://www.youtube.com/@newspolebangla

হিমাচলপ্রদেশ ও রাজস্থানে তাপমাত্রার পারদ আরও নামবে। এছাড়া উত্তরপ্রদেশ, পঞ্জাব, চণ্ডিগড়, দিল্লি, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে অতি ঘন কুয়াশা থাকবে। উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশে ঘন থেকে মাঝারি কুয়াশা থাকবে সপ্তাহ জুড়ে।

18 জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বঙ্গে ৷ তবে শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে উত্তর ভারতে। গত দু’দিনের তুলনায় তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে ৷ পূর্বাভাস মতই উত্তুরে হাওয়ার উপস্থিতি রয়েছে ৷ ফলে ঠান্ডার অনুভূতি থাকবে। সেই সঙ্গে থাকবে ভোরে কুয়াশার দাপট।

কুয়াশার সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে। উত্তরের ৫ জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গেও কুয়াশার সম্ভাবনা ৷ কলকাতা-সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আজ, শুক্রবার দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন হলেও বেলার দিকে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ডিগ্রি ও ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী ৪-৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই ৷ পারদ পতনেরও সম্ভাবনা কম। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।