নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকার উত্তর চুনাখালি গ্রামে উদ্ধার হয় এক নাবালিকার পচাগলা মৃতদেহ। অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সোমবার বিকেলে চাষের জমি থেকে ওই নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীরা দাবি করছে, যে ঘটনাটি ঘটেছে তা এক নৃশংস অপরাধ, এবং অভিযুক্তদের কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন বুদ্ধদেব সর্দার, বিনয় সর্দার ও দীপেন কয়াল। তাঁদের সবার বাড়ি উত্তর চুনাখালি এলাকায়। প্রাথমিক অনুমান, এই ঘটনা ত্রিকোণ প্রেমের জেরেই ঘটেছে। অষ্টম শ্রেণির ওই নাবালিকার সঙ্গে স্থানীয় যুবক বুদ্ধদেব ও বিনয় সর্দারের প্রেমের সম্পর্ক ছিল। আর এই প্রেমের সম্পর্কের মধ্যে এক ধরণের মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল দীপেন কয়াল।
বুদ্ধদেব, বিনয় এবং দীপেন নামে তিনজন পুরুষের মধ্যে সম্পর্ক ছিল তিক্ত। তাঁরা সকলেই ওই একই নাবালিকাকে নিয়ে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন, এবং তাঁদের এই সম্পর্কের কথা একে অপরে জানত। তবে, দীপেনও নাবালিকার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছিলেন। এই পরিস্থিতি থেকেই ঘটে যায় একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। সূত্রের খবর, গত ৯ জানুয়ারি সন্ধ্যায় তিন বন্ধু একত্রিত হয়ে মদ্যপান করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিল ওই নাবালিকাও। এরপর সবার অলক্ষ্যে ওই নাবালিকাকে একটি ধানচাষের জমিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তিন বন্ধু মিলে তাকে গণধর্ষণ করেন। ঘটনার পর, যাতে কোন প্রমাণ না থেকে যায় এবং বিষয়টি ধামাচাপা দেওয়া যায়, সেই কারণে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়। পরে, মৃতদেহটি মাটির নিচে পুঁতে ফেলা হয়।
১২ জানুয়ারি, বাসন্তী থানায় নিখোঁজ নাবালিকার পরিবার কর্তৃক এক অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, দীর্ঘ সময় ধরে নাবালিকা নিখোঁজ ছিল। তবে তার পরিবারের পক্ষ থেকে ব্যাপক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, নিখোঁজ রিপোর্ট দায়ের করার পরেও তাঁরা সক্রিয়ভাবে কিছু করেনি।