বাস উল্টে গুরুতর জখম ১২

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান: পথ নিরাপত্তা নিয়ে বারবার সচেতন করার পরেও এক শ্রেণির চালকের গা জোয়ারি মনোভাবের কারণে রাজ্যে বেড়েই চলেছে দুর্ঘটনা। আজ মঙ্গলবার, এরকমই বেশ কয়েকটি দুর্ঘটনার খবর সামনে এসেছে।কলকাতার পাশাপাশি পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার অন্তর্গত ভাণ্ডারদিহি এলাকায় একটি যাত্রীবোঝাই বাস উলটে গিয়ে রাস্তার পাশে খেতে পড়ে। বর্ধমান থেকে কুসুমগ্রামের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, সকাল হওয়ায় বাসটিতে যাত্রীদের ভিড় ছিল। দেওয়ানদিঘির একটি পেট্রোল পাম্পের কাছে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। দুর্ঘটনার ফলে বাসের ভেতরে আটকে পড়েন যাত্রীরা।

প্রবল শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে একে একে আহত যাত্রীদের বের করে আনে। বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন। তাঁদের সবাই কমবেশি আহত হয়েছেন। এর মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েক জন যাত্রীর আঘাত মারাত্মক এবং তাঁদের হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীদের অনেকের মতে, বাসটি খুব দ্রুতগতিতে চলছিল। এই কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যানজট সৃষ্টি হয়, তবে পুলিশ তা দ্রুত নিয়ন্ত্রণে আনে। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।