নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেডের বন্ধ কারখানায় সোমবার রাতে বিধ্বংসী আগুন লাগে। কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় আগুন লাগার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সোমবার রাত প্রায় ৮টা নাগাদ কারখানার সিকিউরিটিরা প্রথম ধোঁয়া দেখতে পান এবং এবং দ্রুত দমকল বিভাগে খবর দেন। কারখানাটি হাওড়া পুলিশ কমিশনারের অফিসের ঠিক উল্টোদিকে অবস্থিত। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১২টি এঞ্জিন। এছাড়াও উপস্থিত হন হাওড়া থানার পুলিশ, ফায়ার ব্রিগেড এবং হাওড়া জেলার সিভিল ডিফেন্সের কর্মীরা। প্রায় দেড় ঘন্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দমকল বিভাগের এক আধিকারিক জানান, প্রথমে পাঁচটি এঞ্জিন আসে। পরে আরও তিনটি এঞ্জিন এবং শেষে আরও চারটি এঞ্জিন আগুন নেভানোর কাজে যোগ দেয়। মোট বারোটি এঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুনের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারখানার ভিতরে থাকা মালপত্রে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে যায়। এই বিষয় রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কারখানার ভিতরে কি ধরণের সামগ্রী ছিল তা খতিয়ে দেখা হবে। তবে দমকলের তরফ থেকে জানানো হয়েছে কারখানায় কোন কেমিক্যাল জাতীয় পদার্থ ছিল না। ফরেনসিক টিম এসে এই ঘটনার তদন্ত করবে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্তার বক্তব্য অনুযায়ী, বন্ধ কারখানার দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হবে। দমকল বিভাগের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি। তবে বন্ধ কারখানায় এই ধরণের ঘটনা রীতিমতো প্রশ্ন তুলছে নিরাপত্তা ব্যবস্থার ওপর।