নিজস্ব প্রতিনিধি: সোদপুরের এলএমবি রোড এলাকায় ছেলের অত্যাচার এবং অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন বাবা। ৮৫ বছর বয়সী মৃত ব্যক্তির নাম বীরেন দেব, তাঁর এই মর্মান্তিক মৃত্যু এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বীরেন দেব তাঁর ছেলে সজল দেব এবং পুত্রবধূর সঙ্গে একই বাড়িতে থাকতেন। তবে ছেলে এবং পুত্রবধূর আচরণে তিনি বারবার অপমানিত এবং নিগৃহীত হতেন বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, সজল দেব নিয়মিতভাবে বৃদ্ধ বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এমনকি, তাঁর খাওয়া দাওয়ার দিকেও কোন খেয়াল রাখতেন না।
মঙ্গলবার রাতে বাড়ি থেকেই বীরেন দেবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশ অভিযুক্ত ছেলে সজল দেবকে প্রথমে আটক করে এবং পরে গ্রেফতার করে। বীরেন দেবের এই করুন পরিস্থিতিতে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা অভিযুক্ত সজল দেব এবং তাঁর স্ত্রীকে ঘেরাও করে বিক্ষোভ দেখতে শুরু করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত সজল দেব একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। এলাকাবাসীর দাবি, তাঁর এই অমানবিক আচরণের জন্য কঠোর শাস্তি হওয়া উচিত।