নিজস্ব প্রতিনিধি,হাওড়া: রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে উত্তর হাওড়ায় তৈরি হচ্ছে নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। যার দরুন ব্যয় হচ্ছে প্রায় ৫০ কোটি টাকা। প্রকল্প তৈরির আগে এর নকশা নিয়ে কেএমডিএ-এর সঙ্গে হাওড়া পুরসভার সম্প্রতি এক বৈঠক হয়েছে। সেই সম্পর্কে পুরসভার উপমুখ্য প্রশাসক সৈকত চৌধুরী জানান, হাওড়া পুরসভার জলের দপ্তরের তরফ থেকে কেএমডিএ-র সঙ্গে একটা বৈঠক হয়েছে। জলের ব্যবস্থা উন্নত করার জন্য সহায়তা করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী, জানিয়েছেন তিনি। পাশাপাশি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সর্বতোভাবে হাওড়ায় এই প্রকল্প বাস্তবায়িত করতে সহায়তা করে চলেছেন জানিয়েছেন পুরসভার উপমুখ্য প্রশাসক সৈকত চৌধুরী।
এরইমধ্যে উত্তর হাওড়ায় একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয়ে গিয়েছে। আলাদাভাবে উত্তর হাওড়ায় যাতে জলের ব্যবস্থা করা যায় সেই কারণে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হচ্ছে। সালকিয়ায় ভুগর্ভস্থ জলাধার এবং ৩টে ইএসআর হবে। জটাধারী পার্ক, চামারিয়া পার্ক, ফায়ার ব্রিগেড এই ৩টে জায়গায় জল প্রতিশ্রুত করে পাঠানো হবে।
এরপর উত্তর হাওড়ার প্রায় সব জায়গায় সেই পরিশ্রুত জল পাঠানো হবে। যার বাবদ খরচ হবে প্রায় ৫০ কোটি টাকা। এই কাজের জন্য প্রতিটি ওয়ার্ডের প্রতিটি লেনের প্রায় ৪০ বছরের পুরনো পাইপ লাইন সরিয়ে দিয়ে নতুন পাইপ লাইন পাতা হবে। পদ্মপুকুর থেকে জল সরবরাহের আর প্রয়োজন হবে না, এই প্রকল্প বাস্তব রূপ নিলে। উত্তর হাওড়া তার প্রয়োজনীয় জল পেয়ে যাবে। তবে পদ্মপুকুরের জল সংযোগ রেখে দেওয়া হবে। আপদকালীন সময়ে পদ্মপুকুরের জল ব্যবহার করা হবে। এই ব্যাপারে আলোচনা হয়েছে এরইমধ্যে। প্রায় ৫০ হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে পৌরসভার তরফ থেকে।