সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা!

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার সকাল থেকেই কুয়াশার দাপট। এক ধাক্কায় দৃশ্যমান্যতা অনেকটাই কমে যায়। এরই মধ্যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। ঢালাই কারখানার কাছে দুর্ঘটনাটি ঘটে। লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অ্যাপক্যাব। আহত ৩। আটক লরিচালক।

এদিন সকালে, একটি অ্যাপক্যাব বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ঢালাই কারখানায় পৌঁছানোর পরই ঘটনাটি ঘটে। হঠাৎ পেছন থেকে বালি ভর্তি একটি লরি ক্যাবটিকে ধাক্কা দেয়। লরির গতি বেশি থাকায় ক্যাবটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ির দুই যাত্রী ও চালক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ক্যাবটিকেও। পুলিশ সূত্রে খবর, লরি চালককে আটক করা হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটল তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান অনুযায়ী, অতিরিক্ত কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।