সর্বোচ্চ সাজার আবেদন নিয়ে হাইকোর্টে সিবিআই

অপরাধ আইন কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- কাদম্বিনী কান্ডে অভিযুক্ত সঞ্জয় রাই এর সর্বোচ্চ সাজার আবেদন নিয়ে এবার কলকাতা হাইকোর্টে আবেদন করল সিবিআই । তদন্তকারী সংস্থা সিবিআই এর দাবি সর্বোচ্চ সাজার। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদীর ডিভিশন বেঞ্চে আবেদন করল সিবিআই।
রাজ্যের আবেদনের পর সিবিআই এর এই আবেদন।

সঞ্জয়ের ফাঁসির দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। শুক্রবার এই বিষয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। সোমবার রাজ্যের তরফে করা মামলার সঙ্গেই যুক্ত করে দেওয়া হল সিবিআইয়ের এই মামলাটিকেও। সোমবার ২৭ জানুয়ারী এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।