ঝঞ্ঝা কাটতেই ফের শীতের কামব্যাক

আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ কাটছে পশ্চিমে ঝঞ্ঝা ফের সম্ভাবনা শীত কামব্যাকের। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে স্বাভাবিকের তুলনায় চড়েছিল পারদ। বিগত ২-৩ দিন ধরে রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়ে প্রায় দুই থেকে তিন ডিগ্রি। তবে ২৪ ঘন্টার মধ্যেই আবার স্বাভাবিক হতে পারে আবহাওয়া, আজ শনিবার এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি তিন জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস।

বিগত প্রায় এক সপ্তাহ ঘন কুয়াশার দাপটে দেখা গিয়েছে দক্ষিণের জেলাগুলিতে। তেমনই শনিবারেও সকালে অধিকাংশ জেলায় দেখা গেল ঘন থেকে মাঝারি কুয়াশা। আরো একবার শীত বাড়ার সম্ভাবনা জানুয়ারির শেষে। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে হার কাপানো শীতে শুরু হয়েছিল নতুন বছর। ফের কিছুদিন যেতে না যেতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলেছিল আবহাওয়া। আবহাওয়ার একাধিকবার পরিবর্তনে নাজেহাল হয়েছিল রাজ্যবাসী। তবে এবার সমস্ত বাধা কাটিয়ে ফের পড়তে পারে শীত।

24 ঘন্টা পর কয়েক ডিগ্রি নেমে যেতে পারে তাপমাত্রা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কোন তিন জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস? জানুন…………………

কলকাতার সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার তাপমাত্রার বিশেষ হেল্পের হবে না জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে ৭ জেলায় থাকবে কুয়াশার দাপট। কুয়াশার দাপট সকাল থেকেই লক্ষ্য করা যাবে কলকাতাতেও। সকাল থেকেই মেঘলা আকাশ, তবে বেলা বাড়ানোর সঙ্গে সঙ্গে দাপট কমবে কুয়াশার।

আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনার নে। তবে শনিবার উত্তরবঙ্গের তিন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস, দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এছাড়া বাকি জেলাগুলোতে আবহাওয়া শুষ্কই থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।