নিজস্ব প্রতিনিধি কলকাতা: ছুটির দিনে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ইম্ফল থেকে আগত এক যাত্রী, যাঁর নাম ও সিং (৫০), বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার দুপুরে এই ঘটনায় বিমানবন্দর (Kolkata Airport) চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পরপরই তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!
দমদম বিমানবন্দর সূত্রে খবর, গত বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, মণিপুরের ইম্ফল থেকে একটি বেসরকারি সংস্থার বিমানে কলকাতা আসেন ও সিং। তিনি কোথায় থাকতেন বা কেন এতদিন ধরে বিমানবন্দর এলাকায় ছিলেন, তা এখনও জানা যায়নি। তবে বিমানবন্দরের কর্মীদের দাবি, তাঁকে গত কয়েকদিন ধরে ওই এলাকা ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। রবিবার দুপুরে তাঁকে আবারও বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভার এলাকায় ঘুরতে দেখে সন্দেহ হয় নিরাপত্তা কর্মীদের। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেন। কিছুক্ষণ পর ও সিংকে আবারও ফ্লাইওভারের কাছে দেখা যায়। প্রাথমিক অনুমান, সেখান থেকেই তিনি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।
https://www.youtube.com/@newspolebangla
এই ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুতর প্রশ্ন উঠেছে। বিমানবন্দর এলাকায় নিরাপত্তা কর্মীদের উপস্থিত থাকা সত্ত্বেও কেন ও সিংকে ফ্লাইওভার থেকে সরিয়ে দেওয়া হয়নি, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুলিশ ও সিংয়ের মানসিক অবস্থার দিকটিও খতিয়ে দেখছে। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের ঘটনা ভবিষ্যতে কীভাবে এড়ানো যাবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।