নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অনুষ্ঠান আয়োজনের নামে লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় তারকাদের এনে কী লাভ? সেই টাকা বরং এমন জায়গায় খরচ হওয়া উচিত, যেখানে অর্থের অভাবে কারও বিয়ে হচ্ছে না, কারও সন্তান পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, কিংবা কারও চিকিৎসা থমকে আছে। রবিবার ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাওড়ার দাশনগর বালিটিকুরী কাটায় জাতীয় পতাকা উত্তোলন এবং দরিদ্র মানুষদের জন্য কম্বল বিতরণ অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন বালিটিকুরীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী অসিত চ্যাটার্জি।
তিনি বলেন, “আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতা মানে গরিব, অনাথদের অবহেলা করা নয়। তাঁদের পাশে দাঁড়ানোই প্রকৃত স্বাধীনতা অর্জনের মূল মন্ত্র। এতে নিজের মনে শান্তি পাওয়া যায় এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়।” এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়ার শিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মহেন্দ্র শর্মা সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি। সমাজসেবী অসিত চ্যাটার্জির উদ্যোগে ২০০ জন দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় এবং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে টিফিন পরিবেশন করা হয়।
অসিত চ্যাটার্জি আরও বলেন, “গরিবদের পাশে থাকাই আমার জীবনের মূল লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করাই আমার কাছে প্রকৃত স্বাধীনতা উদযাপনের অর্থ।” উক্ত অনুষ্ঠানে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন এবং সকলে অসিত চ্যাটার্জির এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানান।