নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ সবচেয়ে বিপদে যাকে নির্দ্ধিধায় সবটাই বলা যায়, সে বন্ধু। জীবনে পরিবারের বাইরেও যে সবচেয়ে আপন হয় বন্ধু। ভালোবাসা, ঝগড়া, খুনসুটি সবটা জুড়েই থাকে বন্ধু, কিন্তু সেই বন্ধুই যদি নির্মমভাবে কেড়ে নেয় প্রাণ? বন্ধুর হাতে বন্ধু খুন (Murder).
আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
হাওড়ার বাঁকড়ায় ঘটলো এমনই মর্মান্তিক খুন (Murder)। বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনায় স্তব্ধ হলো গোটা গ্রাম। বাঁকড়ায় একটি চেয়ার কারখানার মধ্যেই খুন হন ঝাড়খণ্ডের বাসিন্দা এক শ্রমিক। রাতে কাজের সময়ে বচসা বাধে ২ বন্ধুর মধ্যে, সেখান থেকেই খুন বলে খবর।ডোমজুড়ের বাঁকড়া নিউ মন্ডলপাড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। চেয়ার তৈরির কারখানার মধ্যে শ্রমিককে হাত-পা বেঁধে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ। প্রাথমিকভাবে খবর। গত কয়েকদিন আগেই ওই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন ঝাড়খণ্ডের ওই দুই শ্রমিক।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
কেবলমাত্র বচসার জেরেই এক বন্ধুর হতেই খুন হলো আরেক বন্ধু। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, তখনই মৃত্যু। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। এরইমধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, বাঁকড়ার মণ্ডলপাড়ায় একটি চেয়ারের কারখানায় দিন দশেক আগে ঝাড়খণ্ডের ২ শ্রমিক কাজে যোগদান করেন। রাতে কারখানারই একটি ঘরে থাকতেন তাঁরা। শুক্রবার সকাল ৭টা নাগাদ স্থানীয়রা কারখানায় ঢুকে দেখেন সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন জারদিস আনসারি নামে এক শ্রমিক। পাশে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন সোনু আনসারি নামে তাঁরই বন্ধু।