Budget 2025: বিহারে কল্পতরু, বাংলা বঞ্চিত

Budget 2025 দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃতীয়বার মোদি সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে অষ্টমবার বাজেট (Budget 2025) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ শনিবার বাজেট (Budget 2025) পেশের দিনে বিহারের পদ্মশ্রী সম্মানে ভূষিত শিল্পী দুলারী দেবীর তৈরি শাড়ি পড়েছিলেন অর্থমন্ত্রী। তখনই বোঝা গিয়েছিল মোদির বন্ধু সরকারের জন্য নিতিশ কুমারের জন্য অপেক্ষা করে আছে বিশেষ উপহার। বিগত কয়েকটি বছরে অর্থমন্ত্রীর পরিধানে উঠে আসা শাড়ি সেরকমই ইঙ্গিত দিয়েছিল ব্যতিক্রম হয়নি এ বছরেও। এবারের বাজেটেও আলাদা মর্যাদা পেল বিহার। কিন্তু সেই একই বঞ্চনা রয়ে গেল বাংলার ক্ষেত্রে। বিহারে কল্পতরু হলেও কেন্দ্রের কাছে আগের মতই বঞ্চিত রয়ে গেল বাংলা।

আরও পড়ুন:  https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

রাজ্যের দাবি অনুযায়ী বন্যা কবলিত এলাকার জন্য কোনও নতুন চিন্তাভাবনা নেওয়া হল না কেন্দ্রের তরফে। গঙ্গা ভাঙন আটকাতে কোনরকম পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা প্রকাশ পেল না কেন্দ্রীর বাজেটে। অর্থাৎ বাজেট পেশের আগে যে জায়গায় ছিল বাংলা, বাজেট পেশের পরেও সেই জায়গাতেই রয়ে গেল বাংলা। নীতিশ কুমারের বিহারকে কল্পতরুর নজরে দেখলেও বাংলার দিকে নজর ই পড়লো না কেন্দ্রের। বাজেট পেশের পর দিল্লিতে সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে সেই ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির সংসদ সংখ্যা তুলে ধরে বাংলার প্রতি এই বঞ্চনায় তাদের বিমাতৃসুলভ আচরণ হিসেবেই উল্লেখ করেছেন।

বিগত লোকসভা নির্বাচনে কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় অধিষ্ঠিত হতে বিহারের নীতিশ কুমার দক্ষিণের চন্দ্রবাবু নাইডু সহ এনডিএ জোট সংগীদের কাঁধে ভর করেই ক্ষমতায় ফিরতে হয়েছে বিজেপিকে।
এবার বাজেট পেশের পরেই এ যেনো সুদে আসলে ফেরত দিলেন নির্মলা সীতারামন। শনিবার কেন্দ্রের বাজেট বক্তৃতায় দেশে আরও ১২০ টি বিমানবন্দর, যার মধ্যে তিনটি বিমানবন্দরই গড়ে তোলা হবে বিহারের। পটনা বিমানবন্দরকে ‘ গ্রিন বিমানবন্দর জোন’ হিসেবে অত্যাধুনিক পরিকাঠাময় মুড়ে ফেলার কথা বললেন তিনি। তবে বাকি বিমানবন্দর গুলি আর কোন রাজ্যে হবে তা এদিনের বাজেট বক্তৃতায় উল্লেখ করেননি অর্থমন্ত্রী।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

বিহারের জন্য বিশেষ ঘোষণা:
বিহারে হবে গ্রিন ফিল্ড বিমানবন্দর। বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে পরমাণু বিদ্যুৎ। বিহারকে আর্থিকভাবে সাহায্য করবে কেন্দ্র জানালেন অর্থমন্ত্রী। বিহারে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি। পাশাপাশি, সম্প্রসারিত হবে পটনা বিমানবন্দর। পটনা বিমানবন্দরের উন্নতির জন্য বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তার মধ্যে বিহারে তিনটি নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা।

বাংলার বঞ্চনা নিয়ে এরই মধ্যে রাজ্যের হয়ে বাজেটের বিরুদ্ধে মন্তব্য করতে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ‘আজও বাংলায় বিজেপির ১২ টি সংসদ রয়েছে,কিছু দেয়নি। কেউ কোনোদিন প্রতিবাদও করবেনা। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত। ২০২৫ সালে এই বছর যেহেতু বিহারে নির্বাচন রয়েছে তাই বিহারের জন্য সব কিছু করা হয়েছে। ওরা নির্বাচনের কথা মাথায় রেখে করে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে করে না’।