নিজস্ব প্রতিনিধি,হাওড়া: কোনো মানুষ যেন অনাহারে না থাকে, অভুক্ত না থাকে সেই উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন মা ক্যান্টিন (Ma Cantin) । শহর কলকাতার পাশাপাশি হাওড়া জেলা হাসপাতালেও চালু হল মমতার স্বপ্নের প্রকল্প ‘মা ক্যান্টিন’ (Ma Cantin) । শনিবার সকালে হাওড়া জেলা হাসপাতাল প্রাঙ্গণে মা ক্যান্টিন এর উদ্বোধন করা হয়। হাওড়া পুরসভা পরিচালিত এই তৃতীয় মা ক্যান্টিনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন আরও অন্যান্য কর্মকর্তা ও ব্যাক্তিত্ববৃন্দ।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
এদিন অরূপ রায় জানান, হাওড়া জেলা হাসপাতালে এই ‘মা ক্যান্টিন’ চালু হওয়ায় হাসপাতালের রোগীদের আত্মীয় স্বজনরা উপকৃত হবেন। এখানে মাত্র ৫ টাকার বিনিময়ে সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে, যা তাঁদের জন্য অনেক সাহায্যকারী হবে। এছাড়া একই দিনে পুরসভার কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে স্বাভিমান নামে একটি স্থায়ী প্রদর্শনী ও বিপণি উদ্বোধন হয়, যেখানে স্বনির্ভর গোষ্ঠী দ্বারা তৈরী পণ্যসামগ্রী বিক্রয় হবে। আরও একটি নতুন উদ্যোগ হিসেবে রসনা নামে একটি ফুডকোর্ট চালু হয়েছে, যা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত। এই প্রকল্পগুলি স্থানীয় জনগণের জীবনমান উন্নত করতে সহায়ক হবে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি বাজার এবং ‘হকিং’ এলাকায় ‘মা ক্যান্টিন’ চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ পাওয়ার পরেই ওই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর। ইতিমধ্যে প্রতিটি পুরসভাকে নিজ নিজ এলাকায় কতগুলি বাজার রয়েছে এবং সেখানে ‘মা ক্যান্টিন’ খোলার জায়গা রয়েছে কি না, তা দ্রুত জানাতে বলা হয়েছে।